ভোট শুরু হতেই সকাল সকাল আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পৌঁছে গেলেন তিনি। কামারহাটি কেন্দ্র থেকেই বিজেপির হয়ে লড়ছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। তবে এবারে নজরে রয়েছেন সংযুক্ত মোর্চার নতুন বাম প্রার্থী সায়নদীপ মিত্র। এই প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করতে পুজো দিতে পৌঁছে গেলেন মদন। পুজো দেওয়ার পরেই হীরালাল কলেজে গিয়ে ভোট দেন মদন মিত্র। সেখানে বুথে খাদ্যসাথীর পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়।
advertisement
সংবাদমাধ্যমের কাছে মদন জাানান, বাংলার সংস্কৃতি বাঁচাতে তিনি মন্দিরে পুজো দিতে এসেছেন। তৃণমূল প্রার্থী বলছেন, আমি এসেছি যাতে বাংলাকে বহিরাগতদের হাত থেকে বাঁচানো যায়। প্রার্থনা করলাম যাতে বাংলার সংস্কৃতি সুরক্ষিত থাকে।
এছাড়াও মদন মিত্রর ভোটদান কেন্দ্রে খাদ্যসাথীর স্টিকার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে ১৯১ নম্বর বুথে মদন ভোট দিতে যান। সেই বুথেই খাদ্যসাথীর স্টিকার ঘিরে বিতর্ক তৈরি হয়।
