TRENDING:

West Bengal Assembly Election 2021: ভোটের শেষবেলায় হঠাৎ অসুস্থ মদন, বুকে ব্যথা! তড়িঘড়ি দিতে হল অক্সিজেন

Last Updated:

দ্রুত দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়৷ তৃণমূল প্রার্থীর রক্তচাপও কিছুটা কমে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কামারহাটি: দিনভর নিজের কেন্দ্রে দাপিয়ে বেড়ালেও ভোটের (Bengal 5th Phase Poll) শেষ বেলায় অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ এ দিন বিকেলের দিকে কামারহাটি কেন্দ্রে নিজের নির্বাচনী কার্যালয়ে ফেরার সময়ই অসুস্থতা অনুভব করেন মদন মিত্র (Madan Mitra)৷ বুকে ব্যথা হয় তাঁর৷ এ ছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যাও রয়েছে মদনের৷
advertisement

দ্রুত দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়৷ এর পরেই চিকিৎসক এসে পরীক্ষা করেন মদন মিত্রকে৷ তাঁর পরামর্শ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে৷ চিকিৎসককে মদন জানান, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে৷

এ দিন সকালে প্রথমে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গিয়ে পুজো দেন মদন মিত্র৷ এর পর প্রায় সারাদিনই নিজে গাড়ি চালিয়ে নির্বাচনী কেন্দ্রের একের পর এক বুথে ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়াতে দেখা যায় তাঁকে৷ সম্ভবত দিনভরের ধকলেই অসুস্থ হয়ে পড়েন মদন৷ তবে জয়ের বিষয়ে তিনি অবশ্য সারাদিই আত্মবিশ্বাসী ছিলেন৷

advertisement

তবে প্রাথমিক চিকিৎসার পর মদন মিত্রের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়৷ মদন মিত্রকে পরীক্ষার পর চিকিৎসক জানান, তৃণমূল নেতার রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকই রয়েছে৷ শ্বাসকষ্টও অনেকটাই কমেছে৷ আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকলেও মদন মিত্রকে পর্যবেক্ষণেই রাখা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
জাগ্রত লোটাদেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য তৈরি হল নিরাপদ ফুটব্রিজ
আরও দেখুন

Sukanta Mukherjee

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Assembly Election 2021: ভোটের শেষবেলায় হঠাৎ অসুস্থ মদন, বুকে ব্যথা! তড়িঘড়ি দিতে হল অক্সিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল