দ্রুত দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়৷ এর পরেই চিকিৎসক এসে পরীক্ষা করেন মদন মিত্রকে৷ তাঁর পরামর্শ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে৷ চিকিৎসককে মদন জানান, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে৷
এ দিন সকালে প্রথমে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গিয়ে পুজো দেন মদন মিত্র৷ এর পর প্রায় সারাদিনই নিজে গাড়ি চালিয়ে নির্বাচনী কেন্দ্রের একের পর এক বুথে ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়াতে দেখা যায় তাঁকে৷ সম্ভবত দিনভরের ধকলেই অসুস্থ হয়ে পড়েন মদন৷ তবে জয়ের বিষয়ে তিনি অবশ্য সারাদিই আত্মবিশ্বাসী ছিলেন৷
advertisement
তবে প্রাথমিক চিকিৎসার পর মদন মিত্রের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়৷ মদন মিত্রকে পরীক্ষার পর চিকিৎসক জানান, তৃণমূল নেতার রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকই রয়েছে৷ শ্বাসকষ্টও অনেকটাই কমেছে৷ আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকলেও মদন মিত্রকে পর্যবেক্ষণেই রাখা হচ্ছে৷
Sukanta Mukherjee
