TRENDING:

West Bengal Assembly Election 2021: ভোটের শেষবেলায় হঠাৎ অসুস্থ মদন, বুকে ব্যথা! তড়িঘড়ি দিতে হল অক্সিজেন

Last Updated:

দ্রুত দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়৷ তৃণমূল প্রার্থীর রক্তচাপও কিছুটা কমে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কামারহাটি: দিনভর নিজের কেন্দ্রে দাপিয়ে বেড়ালেও ভোটের (Bengal 5th Phase Poll) শেষ বেলায় অসুস্থ হয়ে পড়লেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র৷ এ দিন বিকেলের দিকে কামারহাটি কেন্দ্রে নিজের নির্বাচনী কার্যালয়ে ফেরার সময়ই অসুস্থতা অনুভব করেন মদন মিত্র (Madan Mitra)৷ বুকে ব্যথা হয় তাঁর৷ এ ছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যাও রয়েছে মদনের৷
advertisement

দ্রুত দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়৷ এর পরেই চিকিৎসক এসে পরীক্ষা করেন মদন মিত্রকে৷ তাঁর পরামর্শ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে৷ চিকিৎসককে মদন জানান, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে৷

এ দিন সকালে প্রথমে দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গিয়ে পুজো দেন মদন মিত্র৷ এর পর প্রায় সারাদিনই নিজে গাড়ি চালিয়ে নির্বাচনী কেন্দ্রের একের পর এক বুথে ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বচসায় জড়াতে দেখা যায় তাঁকে৷ সম্ভবত দিনভরের ধকলেই অসুস্থ হয়ে পড়েন মদন৷ তবে জয়ের বিষয়ে তিনি অবশ্য সারাদিই আত্মবিশ্বাসী ছিলেন৷

advertisement

তবে প্রাথমিক চিকিৎসার পর মদন মিত্রের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়৷ মদন মিত্রকে পরীক্ষার পর চিকিৎসক জানান, তৃণমূল নেতার রক্তচাপ, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকই রয়েছে৷ শ্বাসকষ্টও অনেকটাই কমেছে৷ আপাতত তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন না থাকলেও মদন মিত্রকে পর্যবেক্ষণেই রাখা হচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

Sukanta Mukherjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Assembly Election 2021: ভোটের শেষবেলায় হঠাৎ অসুস্থ মদন, বুকে ব্যথা! তড়িঘড়ি দিতে হল অক্সিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল