উল্লেখ্য, দিন কয়েক ধরেই অসুস্থতা অনুভব করছিলেন কাজল সিনহা। উপসর্গ দেখা দিতেই নিভৃতবাসে (Home Isolation) চলে যান। লালারসের নমুনা পরীক্ষা (Swab Test) করেন গত মঙ্গলবার। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ (Corona Report Positive) আসে। এ এ দিকে শারীরিক পরিস্থিতি সামান্য খারাপ হওয়ায় ঝুঁকি না নিয়ে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ মৃত্যু হয় তাঁর।
advertisement
খড়দহের প্রার্থীর মৃত্যুর খবর পৌঁছতেই শোকে মুহ্যমান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Bandyopadhyay)। ট্যুইটারে দলীয় পরিবারের সদস্যকে হারিয়ে মমতার লেখেন, "খুবই আকস্মিক এবং দুঃখজনক ঘটনা। তৃণমূলের খড়দহের প্রার্থী কাজল সিনহা প্রয়াত। করোনা আক্রান্ত ছিলেন তিনি। ওঁ জীবন মানুষের জন্য নিবেদন করেছিল। দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন নির্বাচনের জন্য। তাঁর অভাব অনুভব করব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।"
এ সতীর্থের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। রাজ টুইটারে লেখেন, "খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহা আমাদের মধ্যে নেই। ওনার আত্মার শান্তি কামনা করি। "
উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ১৬ মে ভোটগ্রহণ এবং ভোট গণনা ১৯ মে। তবে খড়দহের ভোটগ্রহণ হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
AVIJIT CHANDA