TRENDING:

EVM-এ লিউকোপ্লাস্ট! প্রতিবাদ করায় রোষে পরিবার, মাঝ রাস্তায় গাড়ি ভাঙচুর

Last Updated:

শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বজবজ বিধানসভার ২০ নম্বর ওয়ার্ডে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বজবজ: ইভিএম-এ এক প্রার্থীর নাম, প্রতীকের উপরে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার অভিযোগ৷ আর সেকথা প্রিসাইডিং অফিসারকে জানানোর পরেই রোষের মুখে পড়তে হল ভোট দিতে আসা এক পরিবারকে৷ এমন কি, মাঝ রাস্তায় গাড়ি আটকে ভাঙচুর করার অভিযোগও উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে৷
advertisement

শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বজবজ বিধানসভার ২০ নম্বর ওয়ার্ডে৷ এ দিন দুপুরে বজবজ বিধানসভার ২০ নম্বর ওয়ার্ডে শিশু শিক্ষা নিকেতন স্কুলের ৫ নম্বর বুথে সপরিবার ভোট দিতে যান স্থানীয় বাসিন্দা সঞ্জীব কুমার বক্সী৷ অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, পুত্র এবং পুত্রবধু৷ অভিযোগ, সঞ্জীববাবু ভোট দিতে গিয়ে দেখেন, ইভিএম-এ এক প্রার্থীর নাম এবং প্রতীকের উপরে লিউকোপ্লাস্ট লাগানো রয়েছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি প্রিসাইডিং অফিসারকে জানান সঞ্জীববাবু৷ তাঁর ছেলে শুভদীপ বক্সীও সরকারি কর্মী হওয়ায় তিনি নিজেও এই অনিয়ম নিয়ে সরব হন৷ কয়েকদিন আগে নিজেও ভোটের ডিউটি করে এসেছেন শুভদীপ বাবু৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রিসাইডিং অফিসার৷

advertisement

ভোট দিয়ে নিজেদের গাড়িতেই বাড়ির দিকে ফিরছিলেন সঞ্জীববাবুরা৷ অভিযোগ, ভোটকেন্দ্র থেকে কিছুটা এগোতেই কয়েকজন যুবক মোটরবাইকে করে এসে তাঁদের পথ আটকায়৷ ইভিএম-এ প্রার্থীর নামের উপরে লিউকোপ্লাস্ট লাগানোর ঘটনা নিয়ে কেন অভিযোগ জানিয়েছে ওই পরিবার, তা নিয়ে রীতিমতো শাসাতে থাকে ওই যুবকরা৷ ইট দিয়ে তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ৷

advertisement

আতঙ্কে বজবজ থানায় গিয়ে আশ্রয় নেয় ওই পরিবারটি৷ অজ্ঞাত পরিচয় ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তারা৷ প্রশ্ন উঠছে, ইভিএম-এ কোনও প্রার্থীর নামের উপরে লিউকোপ্লাস্ট লাগানো থাকলেও কেন আগে থেকেই ব্যবস্থা নিলেন না ভোট পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকরা৷ আর তার প্রতিবাদ করার মাশুল কেন এ ভাবে দিতে হবে একটি পরিবারকে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Arpita Hazra

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
EVM-এ লিউকোপ্লাস্ট! প্রতিবাদ করায় রোষে পরিবার, মাঝ রাস্তায় গাড়ি ভাঙচুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল