কী ভাবে মিলবে এই টাকা? কমিশন সূত্রে খবর তাদের হেল্পলাইন নম্বর ১৯৫০-এ ফোন করে ভোটাররা এই সুবিধের জন্য আবেদন করতে পারবেন। ভোটারের কাছে এপিক নম্বর চাওয়া হবে। তিনি নম্বরটি দিলেই তাঁকে একটা প্রোমো কোড দেওয়া হবে। নিজের মোবাইলে থাকা ওই প্রোমো কোড উবের অ্যাপে দিলেই সঙ্গে সঙ্গে ২০০ টাকা ঢুকে যাবে উবের অ্যাকাউন্টে। কিন্তু এমনও তো হতে পারে, কেউ ওই প্রোমোকোড ব্যবহার করলেন কিন্তু ভোটকেন্দ্রে গেলেন না, সেক্ষেত্রে কি নজরদারি চালানো সম্ভব ? কোনও ব্যবস্থা নেওয়া হবে কি এমন ঘটনা সামনে আসলে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি কমিশনের কাছে।
advertisement
কমিশন জানাচ্ছে, কেউ যদি এপিক কার্ড নম্বর শেয়ার করতে না চান তাঁর জন্যেও ব্যবস্থা আছে। স্রেফ ফোন নম্বর দিয়েই আবেদন করা যাবে। তবে ভোটার তালিকায় ওই ব্যক্তির নাম থাকা চাই।
সূত্রের খবর, পঞ্চম দফার ৪৫টি আসনের মধ্যে ১৬টি বিধানসভা এলাকায় এই সুবিধে পাওযা যাবে। ষষ্ঠ দফায় এই জেলার অন্তর্গত ১৭ টি কেন্দ্রে এই সুবিধে পাওয়া যাবে। কিন্তু অন্যত্র কেন এই সুবিধে পাবেন না বৃদ্ধ মানুষজন, সেই প্রশ্ন তুলছেন অনেকেই।
