TRENDING:

Durga Puja 2021 | Small Idol: চার বছরের স্বর্ণবীরের হাতের ছোঁয়ায় গড়ে উঠল ছয় ইঞ্চির দুর্গা প্রতিমা! দেখুন

Last Updated:

মাত্র চার বছর বয়সে ছয় ইঞ্চির দূর্গা প্রতিমা (Durga Idol) তৈরি করেন নজির বনগাঁর স্বর্ণবীর ঘোষের (Durga Puja 2021 | Small Idol)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: করোনা (Corona) মহামারীর কারণে গত বছর থেকে একটু অন্য রকমের দুর্গাপুজো (Durga Puja 2021) উপভোগ করছে বাঙালিরা (Durga Puja 2021 | Small Idol)। সরকারি কিছু বিধিনিষেধ এর আয়ত্তে রাখা হচ্ছে এই দুর্গাপূজা (Durga Puja) মণ্ডপ গুলিকে। এবছর দুর্গাপুজোয় করোনার নিয়ম বিধি মেনেই করার নির্দেশ সরকারের পক্ষ থেকে।
advertisement

সেই মতই চলছে পূজোর তোড়জোড়। হাতে মাত্র আর কয়েকদিন এরই মাঝে এক অন্য দুর্গাপুজোর (Durga Puja) কথা শোনা গেল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয়। মাত্র চার বছর বয়সে ছয় ইঞ্চির দূর্গা প্রতিমা (Durga Idol) তৈরি করেন নজির বনগাঁর স্বর্ণবীর ঘোষের (Durga Puja 2021 | Small Idol)। মাত্র চার বছর বয়সে ছয় ইঞ্চি দুর্গা প্রতিমা তৈরি করে সবাইকে অবাক করল ক্লাস টু এর ছাত্র স্বর্ণবীর। সব কিছুই অজানা পরিবারের। কিভাবে প্রতিমা তৈরি করল এই ছোট্ট শিশু তা সকলেরই অজানা পরিবারের (Durga Puja 2021 | Small Idol)।

advertisement

পরিবারের তরফে জানা যায় একদিন হঠাৎ এই স্কুল থেকে বাড়ি ফিরে ঠাকুমার কাছে নাতির আবদার তাকে মাটি এবং বাঁশের কঞ্চি জোগাড় করে দিতে হবে এবং প্রয়োজন ছয় ইঞ্চি মাপের একটি কার্ডবোর্ড। নাতির কথা মত ঠাকুমা সমস্তকিছুই ব্যবস্থা করে দেয়। ঠিক তার ছয় সাত দিন পরে পরিবারের কেউ দেখে ছোট্ট রণবীর একটি ছয় ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা(Durga Idol) তৈরি করে ফেলেছে। হতবাক পরিবারের পরিজনেরা এখনো ভেবে উঠতে পারছেনা কিভাবে এই নিপুন শিল্পকলার কাজ করতে পারল। চারপাশে দেখা যাচ্ছে এখনকার প্রজন্মের এই বয়সী বাচ্চারা মোবাইল গেম নিয়ে ব্যস্ত কিন্তু বনগাঁর স্বর্ণদ্বীপ ভেতরে যে একটা সৃজনশীলতা হয়ে উঠতে পেরেছে তা পরিবারের সবার কাছেই অবাক করার মত।

advertisement

স্বর্ণবীরের দাদু বলেন, আমার চাকরি জীবনে আমি এরকম ছোট প্রতিমা কখনো দেখিনি। যেটা আমার ছোট নাতি আমাদেরকে উপহার দিয়েছে। তবে ওখানে সব থেকে বেশি সহযোগিতা করেছে আমার স্ত্রী। সে তার নাতির আবদার মত প্রতিমা তৈরি করার যে সমস্ত সরঞ্জাম তা জোগাড় করে দেওয়ার ব্যবস্থা করেছেন। অন্যদিকে জেঠিমা বলেন, আমাদের ছেলের যে প্রতিমা তৈরি করেছে সে প্রতিমা আমরা বড় প্রতিমার মত নির্দিষ্ট নিয়ম মেনেই তার পূজার্চনার ব্যবস্থা করব। ইতিমধ্যেই পূজোর কাজ আমরা শুরু করে দিয়েছি। স্বর্ণ বিটের বাড়িতেই হবে দুর্গাপূজা এবং তা স্বর্ণের তৈরি করা দুর্গা প্রতিমা(Durga Idol) কে সামনে রেখে দিতে হবে। স্বর্ণ বিক্রি নিখুঁত শিল্পকলায় খুশি তার পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও।

advertisement

রাতুল ব্যানার্জি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরও পড়ুন: পাটের সুতো দিয়ে দুর্গার সপরিবার মূর্তি, তাক লাগাচ্ছেন জলপাইগুড়ির রাজশেখর!

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2021 | Small Idol: চার বছরের স্বর্ণবীরের হাতের ছোঁয়ায় গড়ে উঠল ছয় ইঞ্চির দুর্গা প্রতিমা! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল