এই গ্রামের বাসিন্দা অরুণ কারক পেশায় মৎস্যজীবী ৷ করোনা আবহ ও লকডাউনে আরও অনেকের মতো তিনিও আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত ৷ অর্থের কিছুটা সুরাহার জন্য ধানী জমিতে বর্ষাকালে রাতভর আটল বা ঘুনি পেতে রাখেন অরুণ ৷ যাতে সকালে কিছু মাছ পাওয়া যায় ৷ গ্রামাঞ্চলে এই রীতি প্রচলিত ৷
শুক্রবার রাতেও সেইমতো আটল পেতে রেখেছিলেন অরুণ ৷ শনিবার ভোরে মাছ ছাড়াতে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ! মাছের বদলে ধরা পড়েছে সাপ ৷ তাও যে সে সাপ নয়, একদম কোবরা ৷ বিষধর সাপটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট ৷ ধরা পড়া সাপটিকে দেখতে ভিড় করেন গ্রামবাসীরা ৷ বন দফতরকে খবর দেওয়া হয় সাপটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 2:34 PM IST
