এই হামলার পরই অবশ্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিজেপি প্রার্থীর নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ যদিও সেই নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন বিজেপি প্রার্থী৷
রাজুর অভিযোগ, তৃণমূল বুথ দখল করে রেখেছে বলে খবর পেয়ে এ দিন বিকেলে তিনি বেলঘরিয়া ব্রিজ হয়ে নন্দননগরের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় উল্টো দিক থেকে দু'টি বাইকে করে এসে কালো কাপড়ে মুখে ঢাকা কয়েকজন যুবক এই কাণ্ড ঘটায় বলে অভিযোগ বিজেপি প্রার্থীর৷
advertisement
অভিযোগ, ইটের আঘাতে বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ ভেঙে যায়৷ তবে বোমাটি ফাটেনি বলেই দাবি করেছেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়৷ ওই দুই দুষ্কৃতীই রাস্তায় পড়া বোমাটি তুলে নিয়ে চলে যায় বলে দাবি রাজুর৷
বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট প্রচারের শুরু থেকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং নির্বাচন কমিশনারদের পর্যবেক্ষকদের তিনি
অভিযোগ করেছেন যে বেহালায় বহিরাগতদের এনে জড়ো করছে তৃণমূল৷ তাঁর পরেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রাজুর৷ তিনি বলেন, 'হার নিশ্চিত বুঝতে পেরেই এই হামলা চালিয়েছে তৃণমূল৷ এ ভাবে আমাকে আটকানো যাবে না৷' হাতে চোট পেলেও নন্দননগরের ওই বুথে অবশ্য যান রাজু৷
এই ঘটনার পরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ কিন্তু সেই নিরাপত্তা নিতে অস্বীকার করেন কামারহাটির বিজেপি প্রার্থী৷ তাঁর অভিযোগ, এতদিন বলা সত্ত্বেও তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি৷ তাই এখন আর তিনি নিরাপত্তা নেবেন না৷
Somraj Bandopadhyay
