তবে বিমান চলাচল ঠিকঠাক শুরু হলেই শুভঙ্কর বাড়ি ফিরতে পারবে। আফগানিস্তানে একসঙ্গে তাঁরা ৫০ থেকে ৬০ জন আছেন,যাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। দেশের প্রধানমন্ত্রীর উপরে অগাধ বিশ্বাস স্বপন বাবুর। ছেলে আমেরিকান কোম্পানিতে কাজ করে। চার মাস হল শুভঙ্কর গেছে আফগানিস্তানে, তারই মধ্যে এই ঘটনা। ছেলের দুশ্চিন্তায় মা ভেঙে পড়েছে, ছেলে যতক্ষণ না ফিরছে দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
advertisement
তবে বাবা মা-র এতটুকু শান্তি, ছেলে নিরাপদে আছে। তবে ঠিকমত খাওয়া হচ্ছে না, কিছুই ওখানে পাওয়া যাচ্ছে না বলে জানান শুভঙ্কর। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি। শুভঙ্কর জানিয়েছে বিমান পেলেই সে বাড়ি ফিরবে, দুদিন লাগতে পারে আবার তা দশদিনও লাগতে পারে। আগামী ২৪ তারিখ বিমান পাওয়ার একটা সম্ভাবনা আছে বলে জানিয়েছে শুভঙ্কর।
তবে শুধু শুভঙ্কর নয়, আফগানিস্তানে আটকে রয়েছে বাংলার ২০০ জনের বেশি। তা নিয়ে বিদেশ মন্ত্রককে চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং, কার্শিয়াং এবং তরাইয়ের কয়েকজন আফগানিস্তানে আটকে আছেন। তাঁদের দ্রুত ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রককে চিঠি লিখবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্যের ২০০ জনের বেশি মানুষ আটকে আছেন বলে জানতে পেরেছে নবান্ন।
রাজর্ষি রায়
