হাবরা জয়গাছি সুপার মার্কেট সংলগ্ন একটি পুকুরে দীর্ঘদিন সংস্কারের অভাবে পড়ে রয়েছে। শুক্রবার সেখানে এক মাঝবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা যায়। শুক্রবার বারোটা নাগাদ স্থানীয় কয়েকজন শিশু ওই পুকুরে মাছ ধরতে যায়। এই সময় কিছু একটা ভেসে থাকতে দেখে তারা। মাছ ধরার বরশি দিয়ে আঘাত করতেই ভেসে ওঠে মৃতদেহটি। এর পরেই তারা বাড়ি গিয়ে খবর দেয় অভিভাবকদের। খবর পেয়ে উৎসাহিত কিছু মানুষজন এসে ভিড় করে ওই চত্বরে। খবর দেওয়া হয় হাবরা থানায়। কেউ কি তাঁকে খুন করল, নাকি আত্মঘাতী হয়েছেন মহিলা? পুলিশ প্রাথমিক ভাবে পরিবারের সঙ্গে কথা বলে কোনও অশান্তির সূত্র রয়েছে কিনা, তা জানার চেষ্টা চালাচ্ছে।
advertisement
ঘটনাস্থলে উপস্থিত হয় হাবরা থানার বিশাল পুলিশবাহিনী ও হাবরা থানার আইসি অরিন্দম মুখার্জী। এর পর দেহটিকে শনাক্তকরণের জন্য নিয়ে আসায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। জানা যায় ওই মহিলার নাম রেনু দে, বয়স ৬৯ বছর। জানা যায়, গত শনিবার পান খাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এর পরই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মর্মে বাড়ির লোকেরা হাবরা থানায় নিরুদ্দেশ হওয়ার অভিযোগ দায়ের করেন। বাড়িতে খবর পাঠিয়ে শনাক্ত করা হয় দেহ। এদিন তাঁর মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বারাসাতে। হাবরা থানার পুলিশ এই রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে।
রাজর্ষি রায়
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার নিয়ে খুব সাবধান, প্রমাণ দিয়ে গেল চুঁচুড়ার ঘটনা!
