TRENDING:

Abhishek Banerjee: লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, বাড়িতে বসে রেশন পাবেন! 'দিদির' সুফল বোঝালেন অভিষেক

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ম্যারাথন প্রচারে নেমেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুলতলি: অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ম্যারাথন প্রচারে নেমেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এদিন প্রথমে কুলতলি, তার পরে বারুইপুরে প্রচার করেন তিনি। সভার প্রথম থেকেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক। ফের একবার দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ করে বিজেপিকে বিতাড়িত করার ডাক দেন তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement

সভায় উপস্থিত মহিলাদের প্রশ্ন করেন অভিষেক, 'আপনারা চান বাংলার মেয়ে দিল্লির কাছে মাথা নত করুক, নাকি চান ভাঙা পায়ে দিল্লির কাছ থেকে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে আসুক?' তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কুলতলি সর্বোচ্চ ব্যবধানে জিতবে।

advertisement

অভিষেকের প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গিয়ে বিজেপি দিল্লিছাড়া হবে। আমফানের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে। একদিকে বহিরাগত নেতা, বলছে সুযোগ দিন কাজ করব। আরেকদিকে বাংলার মেয়ে ১০ বছরে কী করেছে তা বাংলার মানুষ জানে। ধর্মীয় উস্কানি না দিয়ে, আগামী দিনে কী করবেন সাহস থাকলে সেটা বলুন।' এদিন ফের একবার সোনার বাংলা করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান হয়নি তা নিয়ে প্রশ্ন করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিষেকের দাবি, 'আগামী ভোটে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, দিদির সরকার বাড়িতে দুয়ারে রেশন দিয়ে যাবে। জীবনে শেষ বার ভোটের লাইনে দাঁড়ান। তার পর পয়লা জুন থেকে উন্নয়নের ঢেউ দেখুন বাংলায়।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, বাড়িতে বসে রেশন পাবেন! 'দিদির' সুফল বোঝালেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল