আজ বুধবার কুলতলির নৈপুকুরিয়া নদীতে জাল ফেলেছিলেন বাসিন্দা তপন সর্দার। হঠাৎই জাল ভারী হওয়ার পর টান দিয়ে দেখেন মাছ নয়, ধরা পড়েছে একটি শুশুক। শুশুকটি লম্বায় ৪ ফুট ৭ ইঞ্চি ও চওড়ায় ১ ফুট ৪ ইঞ্চি। শুশুকটিকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। উত্তেজনা ছড়ায় এলাকার মানুষের মধ্যে। এলাকার মানুষ অজানা জীবের ছবি তুলতে ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে শুশুকটি মৃত।
advertisement
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন বনদফতরের আধিকারিকরা। বনদফতরের আধিকারিকরা এসে মৃত শুশুকটিকে উদ্ধার করে। শুশুকটিকে ময়নাতদন্তের জন্য ঝড়খালি রেঞ্জে পাঠানো হয়েছে। কী ভাবে শুশুকটির মৃত্যু হল ও জালে ধরা পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অর্পণ মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2021 8:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাছ ধরতে গিয়ে জালে উঠে এল অতিকায় জীবের দেহ! ঘটনা ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য
