TRENDING:

Child suicide: মর্মান্তিক! মাত্র ১০ বছরের শিশুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা হাবরায়, শোকে পাথর মা

Last Updated:

মায়ের বকাবকির ফলে এভাবে আত্মহত্যা করে ওই শিশু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাবরা: মা বকাবকি করায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ১০ বছরের শিশুর (Habra Child suicide)৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানা আনোয়ার বেরিয়া বিদ্যাসাগর পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা ফেলা মজুমদারের দুটি সন্তান রয়েছে৷ শুক্রবার সকালে দু’জনে মিলে ঝগড়া অশান্তি করে। ঝগড়ার ফলে, ফেলা বাবুর স্ত্রী বড় মেয়ে শ্রাবণী মজুমদারকে বকাবকি করেন। এরপরই অভিমান করে ঘরের ভেতর ঢুকে যায় শ্রাবণী। কিছুক্ষণ পর কোন সাড়াশব্দ না পেয়ে শ্রাবণীর মা চিৎকার করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন ঘরের ভেতর সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে শ্রাবণী। স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি হাবরা হাসপাতালে তাকে নিয়ে আসে। সেখানে নিয়ে এলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাত্র ১০ বছরের মেয়ে এভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করায় শোকের ছায়া নেমে এসেছে বিদ্যাসাগর পল্লী এলাকায়।
advertisement

ফলি বাবু এবং তাঁর স্ত্রীও মেয়েকে হারিয়ে শোকে পাথর৷ কেন ১০ বছরের মেয়ে এভাবে আত্মহত্যা করল, কোনও রকম মানসিক অবসাদে সে ভুগছিল কিনা, তা জানার চেষ্টা হচ্ছে৷ ভাই-বোনে ঝগড়া হতেই পারে, তা বলে এর জন্য নিজের প্রাণ নিয়ে নেবে মেয়ে, তা যেন ভাবতেই পারছেন না মজুমদার দম্পতি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ওজন কমাতে গিয়ে ঘুরে গেল ভাগ্য! পাওয়ার লিফটিংয়ে সোনা জয় আসানসোলের মেয়ের
আরও দেখুন

রাজর্ষি রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child suicide: মর্মান্তিক! মাত্র ১০ বছরের শিশুর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা হাবরায়, শোকে পাথর মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল