TRENDING:

Death: ৪৫ ঘণ্টা পর মিলল ২ কিশোরের দেহ, স্নান করতে নেমেই সব শেষ...! শোকের ছায়া এলাকায়

Last Updated:

Death: জলাশয়ে স্নান করতে নেমে ছবি তোলার শখ পূরণের চেষ্টা! আর তাতেই ঘটে যায় বিপত্তি। রেল এলাকায় অবস্থিত অবৈধ একটি জলাশয়ে তলিয়ে যায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের দুই কিশোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর: প্রচন্ড গরমে জলাশয়ে স্নান করতে নেমে ছবি তোলার শখ পূরণের চেষ্টা! আর তাতেই ঘটে যায় বিপত্তি। রেল এলাকায় অবস্থিত অবৈধ একটি জলাশয়ে তলিয়ে যায় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের দুই কিশোর। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটে খড়গপুর শহরের ১৩নং ওয়ার্ডের আরামবাটি এলাকায়।
 তলিয়ে গেল ৩ শিশু
তলিয়ে গেল ৩ শিশু
advertisement

ওই দিন সন্ধ্যা থেকে টানা চলছিল উদ্ধার অভিযান। অবশেষে প্রায় ৪৫ ঘণ্টা পর উদ্ধার হল দেহ। শনিবার বেলা ১টা ৪৫ নাগাদ দমকল, সিভিল ডিফেন্স ও ডুবুরিদের মিলিত প্রচেষ্টায় দেহ উদ্ধার করা সম্ভব হয়। তার আগে শনিবার সকাল থেকে ঘটনা ঘিরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন খড়গপুর শহরের আরামবাটি এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন-ধেয়ে আসছে দুর্যোগ…! প্রবল শক্তিশালী বজ্রঝড় সঙ্গে শিলাবৃষ্টি, তুমুল ভারী বৃষ্টি কাঁপাবে রাজ্যে রাজ্যে, বর্ষা নিয়ে বিরাট আপডেট দিল IMD

advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেলের এলাকায় অবস্থিত ওই অবৈধ জলাশয়ে তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম আকাশ সিং চৌহান (১৭) ও সঞ্জীব রাও (১৯)। দু’জনেরই বাড়ি ১৩ নম্বর ওয়ার্ডের আরামবাটি সংলগ্ন নিমপুরা এলাকায়। আকাশ হিতকারণী হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা উদ্ধার অভিযান চালানোর পরও অবশেষে উদ্ধার করা সম্ভব হয়েছে দুই কিশোরের দেহ।

advertisement

দমকল, সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গেই নামানো হয় ডুবুরিদের। তাতেও দেহ উদ্ধার না হওয়ায় শুক্রবার সন্ধ্যা থেকে ওই জলাশয়ের জল বের করার কাজ শুরু করে পুলিশ-প্রশাসন। তবে, এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন ছিল রেলওয়ে কর্তৃপক্ষ। এমনই অভিযোগ তুলে শনিবার সকাল থেকে আরামবাটি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

advertisement

আরও পড়ুন-এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনিদেবের, ৪ রাশির ভয়ঙ্কর বিপদ, রোষে জীবন ছারখার

এলাকাবাসীদের দাবি, ওই জায়গা রেলের। রেল ওখান থেকে মোরাম তোলার পর, সেখানে বিশাল খাদের সৃষ্টি হয়েছে আর। সেই খাদেই জল জমে তা গভীর জলাশয়ে পরিণত হয়েছে। অথচ বৃহস্পতিবার থেকে এই বিষয়ে রেলের কোনও হেলদোল দেখা যায়নি। এ নিয়েই ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার তাই আরামবাটি এলাকা দিয়ে যাওয়া রেলকর্মীদের গাড়ি আটকে তাঁরা বিক্ষোভ দেখান।

advertisement

আরও পড়ুন-

রেলকর্মীদের উদ্ধার করতে এলে আরপিএফ-কে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে পথ অবরোধও করেন এলাকাবাসী। ঘটনা ঘিরে শনিবার দুপুরে তুমুল উত্তেজনা দেখা যায় আরামবাটি এলাকায়। অবশেষে বেলা দেড়টা নাগাদ দেহ উদ্ধার হওয়ায় নেমে আসে শোকের ছায়া। জেলা পুলিশের এক আধিকারিক এবং স্থানীয় কাউন্সিলর নাগেশ রাও জানিয়েছেন, প্রায় ৪৫ ঘণ্টা পর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরিবারের তরফে দেহ শনাক্ত করার পর তা পাঠানো হবে খড়গপুর মহকুমা হাসপাতালে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Shankar Rai

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Death: ৪৫ ঘণ্টা পর মিলল ২ কিশোরের দেহ, স্নান করতে নেমেই সব শেষ...! শোকের ছায়া এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল