ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাতে, যখন ভাঙনমারি গ্রামে একটি অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন সুজিত ও সুধীর। সেখানেই ঘটে অস্বাভাবিক এই মৃত্যু। বিজেপির দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং অতর্কিত হামলা চালিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওই দু’জনকে।
খেজুরিতে অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, বিজেপির খুনের অভিযোগ, পুলিশের দাবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
খবর ছড়াতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খেজুরি থানায় কাতারে কাতারে মানুষ জমায়েত হন এবং বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এদিকে, পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে অনুষ্ঠানের আলো জ্বালাতে ব্যবহৃত হ্যালোজেন লাইট আচমকা খুলে পড়ে, এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনাকে ঘিরে রাজনীতিও সরগরম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে এই মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।