TRENDING:

ভাটপাড়ায় রাতভর পুলিশি তল্লাশি, ধৃত ১৯ ! অর্জুন সিংয়ের নেতৃত্বে মরদেহ নিয়ে শোকযাত্রা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাটপাড়া: ভাটপাড়ায় রাতভর পুলিশি তল্লাশি। উদ্ধার বোমা,আগ্নেয়াস্ত্র। আরও ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সবমিলিয়ে ভাটপাড়ার অশান্তিতে ধৃতের সংখ্যা বেড়ে ১৯। বৃহস্পতিবার ভাটপাড়ায় নিহত হন ২জন। পুলিশের গুলিতে তাঁদের মৃত্যু কিনা, জানতে তদন্ত শুরু হয়েছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অর্জুন সিংয়ের নেতৃত্বে মৃতদেহ নিয়ে ভাটপাড়ায় শোকযাত্রা হবে। আগামিকাল, শনিবার ভাটপাড়ায় বিজেপির সংসদীয় প্রতিনিধি দল যাবে।
advertisement

আজও থমথমে ভাটপাড়া। বন্ধ দোকান-বাজার, শুনশান রাস্তাঘাট। ভাটপাড়া ও জগদ্দলে জারি ১৪৪ ধারা। ভাটপাড়ার মোড়ে মোড়ে পুলিশ পিকেট, রাস্তায় র‍্যাফ, চলছে পুলিশের কড়া টহলদারি। ভাটপাড়ায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। কেউ যাতে প্ররোচনা বা গুজব ছড়াতে না পারে তার জন্যই রাজ্য প্রশাসনের এমন পদক্ষেপ। উত্তর ২৪ পরগনার জেলাশাসক যে নির্দেশিকা জারি করেছেন, তাতে বলা হয়েছে, বারাকপুর, বসিরহাট, বনগাঁ মহকুমায় ইন্টারনেট পরিষেবা শুক্রবার মাঝরাত পর্যন্ত বন্ধ। তবে, বারাকপুর মহকুমার মধ্যে থাকা দমদম থানা, বিমানবন্দর থানা, এনএসসিবিআই এয়ারপোর্ট থানা এলাকাকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। আজ, শুক্রবার বারাকপুর সিপি অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির।

advertisement

গতকাল, বৃহস্পতিবার ফের রণক্ষেত্রর রূপ নেয় ভাটপাড়া। এলাকা দখল ঘিরে দুষ্কৃতী তাণ্ডবে নিহত ৩। আহত চার। চলতে থাকে দফায় দফায় বোমাবাজি সঙ্গে গুলির লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ।

লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া। এলাকায় নিরাপত্তা বাড়াতে বৃহস্পতিবার উদ্বোধন হওয়ার কথা ছিল ভাটপাড়া তদন্ত কেন্দ্রের। তার আগেই ফের দুষ্কৃতী তাণ্ডবে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। বৃহস্পতিবার, বেলা ১০টায় নতুন তদন্তকেন্দ্র উদ্বোধনে ব্যস্ত ছিল পুলিশ। বেলা এগারটায় তদন্তকেন্দ্র উদ্বোধন করতে আসার কথা ছিল রাজ্য পুলিশের ডিজির। আচমকা ভাটপাড়া পুলিশ ফাঁড়ির পিছনের রাস্তায় শুরু হয় বোমাবাজি। ২০ নম্বর গলি থেকে মুহুর্মুহু উড়ে আসতে থাকে বোমা। আধঘণ্টা ধরে কাঁকিনাড়া স্টেশন, ভাটপাড়া পুরসভা সংলগ্ন বিভিন্ন বস্তি এলাকায় বোমাবাজি চালায় মুখ-ঢাকা দুষ্কৃতীরা। চলে গুলিও।

advertisement

পুলিশ প্রথমে দুষ্কৃতীদের তাড়া করলেও , সংখ্যায় কম থাকায় ফিরে আসতে হয়। পরে বিশাল বাহিনী নিয়ে এলাকায় ঢোকে পুলিশ। নামে র‍্যাফ, কমব্যাট ফোর্স। শুরু হয় দু’পক্ষের খণ্ডয়ুদ্ধ । পুলিশকে লক্ষ করে বোমা, গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গণ্ডগোল থামাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। চলে কাঁদানে গ্যাস। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে পুলিশ। দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। মৃত্যুও হয়। জখমও হন বেশ কয়েকজন। ঘণ্টা তিনেক তাণ্ডবের পর চম্পট দেয় দুষ্কৃতীরা।

advertisement

এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা। ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। নতুন করে গোলমালে আতঙ্ক বাড়ছে। ঘটনার পর থেকেই বন্ধ দোকান-বাজার । অনেকেই আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জগদ্দল ও ভাটপাড়ায় ১৪৪ ধারা জারি করে রাজ্য প্রশাসন। কড়া হাতে ভাটপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরেই নবান্নে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। এডিজি সাউথ বেঙ্গল সঞ্জয় সিংকে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। বারাকপুরে ডিসি স্পেশাল ব্রাঞ্চ করে পাঠানো হয়েছে প্রশান্ত কুমার চৌধুরীকে। রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রও ভাটপাড়ায় যাচ্ছেন। ইতিমধ্যেই বাড়তি পুলিশ বাহিনী এলাকায় পাঠানো হয়েছে। গন্ডগোলের জেরে উদ্বোধন থমকে গেলেও ভাটপাড়া থানা কাজ শুরু করেছে। স্বরাষ্ট্রসচিবের দাবি, বহিরাগত দুস্কৃতীরাই গন্ডগোল পাকিয়েছে। দুস্কৃতী দৌরাত্ম্য বন্ধে কাউকেই রেয়াত করা হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ফের ভাটপাড়ায় সংঘর্ষে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন বার বার এমন অশান্তি হচ্ছে? জানতে চাইলেন ডিজির কাছে। রাজনীতির রং না দেখে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। এর কয়েক ঘণ্টার মধ্যেই বারাকপুরের পুলিশ কমিশনার বদল। তন্ময় রায়চৌধুরীকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মনোজ ভার্মাকে। এর আগে ভটপাড়ায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে নতুন থানা উদ্বোধনের জন্য ভাটপাড়ার উদ্দেশে রওনা হয়েও ফিরে আসতে হয় ডিজি বীরেন্দ্রকে। নবান্নে শুরু হয় দফায় দফায় বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে বসেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্ত। পরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে রিপোর্ট দেন স্বরাষ্ট্রসচিব এবং ডিজি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাটপাড়ায় রাতভর পুলিশি তল্লাশি, ধৃত ১৯ ! অর্জুন সিংয়ের নেতৃত্বে মরদেহ নিয়ে শোকযাত্রা