TRENDING:

ফের স্ক্রাব টাইফাসের থাবা রাজ্যে, আক্রান্ত ১৬ শিশু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া: ফের স্ক্রাব টাইফাসের হানা। পাঁশকুড়ার বেসরকারি হাসপাতালে স্ক্রাব টাইফাসে আক্রান্ত পনেরো শিশু। তবে আতঙ্কের কারণ দেখছেন না চিকিৎসকরা।
advertisement

জ্বর, গায়ে জ্বালা, গ্ল্যান্ডে ব্যথা। এমন উপসর্গে কাবু হয়ে পাঁশকুড়ার বেসরকারি হাসপাতালে ভরতি পনেরো জন শিশু। চিকিৎসকের মত, স্ক্রাব টাইফাসে আক্রান্ত তারা। আক্রান্তরা দুই মেদিনীপুর ও হাওড়ার বাসিন্দা।

আরও পড়ুন 

উচ্চমাধ্যমিকের পর মাধ্যমিকেও নম্বর বাড়ল হাজার হাজার পরীক্ষার্থীর, বদল মেধাতালিকায়

স্ক্রাব টাইফাসের উপসর্গ

- জ্বর

advertisement

- গায়ে র‍্যাশ

- গ্ল্যান্ডে ব্যথা

- শরীরে সিগারেটের ছেঁকার মতো অনুভূতি

কীভাবে ছড়ায় রোগ?

- স্ক্রাব টাইফাস একধরনের ব্যাকটেরিয়া

- ইঁদুর ও বন্য বেড়ালের গায়ে থাকা মাইটের মাধ্যমে ছড়ায় রোগ

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

ম্যালেরিয়া, ডেঙ্গি বা টাইফয়েডের মতো নির্দিষ্ট পরীক্ষায় ধরা পড়ে না এই রোগ। তবে এ নিয়ে আতঙ্কের কারণ দেখছেন না চিকিৎসকরা। সচেতন থাকলে এই রোগ আটকানো যায় বলেই মত তাঁদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের স্ক্রাব টাইফাসের থাবা রাজ্যে, আক্রান্ত ১৬ শিশু