পরিবারের অভিযোগ, প্রায় আট মাস আগে ভিসা শেষ হয়ে গেলেও, তাঁদের পরিবারের লোকজনকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। এমনকি যে সংস্থার হয়ে শ্রমিকরা কাজে গিয়েছেন তারা বেতনও দিচ্ছে না। ঠিকমতো খেতে দেওয়া হয় না। বাড়ি ফেরার কথা বললেই তাঁদের মারধর করা হচ্ছে।
আরও পড়ুনঃ রাত বাড়তেই নিত্য নতুন ছেলে-মেয়েদের আনাগোনা! পাড়ার মধ্যে গোপনে মধুচক্রের আসর! হানা দিতে সেই দৃশ্য
advertisement
ইতিমধ্যেই ইরাকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকেরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় একজন এজেন্টের মাধ্যমে নামখানার ৮ জন ও কাকদ্বীপের একজন বাসিন্দা ইরাকের একটি কোম্পানিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ কাপড়ের দোকানের আড়ালে নিষিদ্ধ ব্যবসা! পুলিশের সারপ্রাইজ ভিজিটে কেলেঙ্কারি, দৃশ্য দেখতে লোকে লোকারণ্য
তাঁদের কাজের দুই বছরের চুক্তি ছিল। ভিসার মেয়াদও ছিল দুই বছর। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁদের আটকে রাখা হয়। প্রায় আট মাস ধরে তাঁদের কাজ করিয়ে নিয়ে কোনও পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। বাড়ি ফেরার কথা বললেই তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ।