TRENDING:

কুয়েতে কাজ করতে গিয়ে আটক এরাজ্যের ১২ শ্রমিক, ৩ মাস ধরে ঘরবন্দি, মিলছে না বেতনও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুয়েত সিটি:  মোটা টাকার বিনিময়ে কুয়েতে কাজে গিয়ে প্রায় তিন মাস ঘরবন্দি উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার ১২ জন শ্রমিক। তাদের দেওয়া হচ্ছে না বেতনও। আটকে পড়া শ্রমিকদের অভিযোগ, তাঁদের বারবার ফেরানোর দাবি তুললেও, কান দিচ্ছে না এজেন্ট। উল্টে বড় অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।
advertisement

দিন এনে, দিন খাওয়া। তাই দিনবদলের আশাতেই কুয়েত যাত্রা। মোটা টাকার কাজ পেয়ে সুদিন ফিরবে ভেবেছিলেন উত্তর চব্বিশ পরগনার বাগদা ও নদিয়া জেলার মোট ১২ জন শ্রমিক। তিন এজেন্টের সঙ্গে কথা বলে, গত বছর জুন মাসে কুয়েত রওনা দেন তাঁরা।

advertisement

কিন্তু, মাস চারেক পেরোতে না পেরোতেই বিপত্তি। কুয়েতের United Phoneix নামে একটি সংস্থার সঙ্গে কাজের চুক্তি করায় এজেন্টরা। কিন্তু, কাজ জোটে ভিন্ন একটি সংস্থার। আপাতত সেই কাজও বন্ধ। বিদেশ-বিভুঁইয়ে গিয়ে তিন মাস ধরে ঘরবন্দি রাজ্যের এই ১২ জন শ্রমিক।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুদে টাকা ধার করে বিদেশ গিয়েছিলেন অনেকে। কিন্তু, পরিবারে স্বস্তি ফেরেনি। উল্টে, ঘরবন্দি থাকার খবর পেয়ে উৎকণ্ঠা বাড়ছে বাড়িতে। সরকারের কাছে সকলকে ফেরানোর দাবি জানিয়েছেন আটক শ্রমিকদের আত্মীয়রা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুয়েতে কাজ করতে গিয়ে আটক এরাজ্যের ১২ শ্রমিক, ৩ মাস ধরে ঘরবন্দি, মিলছে না বেতনও