দিন এনে, দিন খাওয়া। তাই দিনবদলের আশাতেই কুয়েত যাত্রা। মোটা টাকার কাজ পেয়ে সুদিন ফিরবে ভেবেছিলেন উত্তর চব্বিশ পরগনার বাগদা ও নদিয়া জেলার মোট ১২ জন শ্রমিক। তিন এজেন্টের সঙ্গে কথা বলে, গত বছর জুন মাসে কুয়েত রওনা দেন তাঁরা।
advertisement
কিন্তু, মাস চারেক পেরোতে না পেরোতেই বিপত্তি। কুয়েতের United Phoneix নামে একটি সংস্থার সঙ্গে কাজের চুক্তি করায় এজেন্টরা। কিন্তু, কাজ জোটে ভিন্ন একটি সংস্থার। আপাতত সেই কাজও বন্ধ। বিদেশ-বিভুঁইয়ে গিয়ে তিন মাস ধরে ঘরবন্দি রাজ্যের এই ১২ জন শ্রমিক।
সুদে টাকা ধার করে বিদেশ গিয়েছিলেন অনেকে। কিন্তু, পরিবারে স্বস্তি ফেরেনি। উল্টে, ঘরবন্দি থাকার খবর পেয়ে উৎকণ্ঠা বাড়ছে বাড়িতে। সরকারের কাছে সকলকে ফেরানোর দাবি জানিয়েছেন আটক শ্রমিকদের আত্মীয়রা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2019 8:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুয়েতে কাজ করতে গিয়ে আটক এরাজ্যের ১২ শ্রমিক, ৩ মাস ধরে ঘরবন্দি, মিলছে না বেতনও