মালদহ টাউন স্টেশন সংলগ্ন পাহাড়িপাড়া এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ধারালো অস্ত্র, লোহার রড সহ বেশ কিছু সরঞ্জাম।
আরও পড়ুন- দু'ঘণ্টায় বিক্রি হয়ে গেল সাত লক্ষ টাকার পান্তুয়া, রসগোল্লা! কোথায় বসে এমন অবাক করা মেলা?
ধৃতদের জেরা করে ওই দলের আরও বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ডাকাতির পরিকল্পনা করে রাতের অন্ধকারে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। এর পরে তড়িঘড়ি এলাকায় পৌঁছে যায় ইংরেজবাজার থানার পুলিশ।
advertisement
স্টেশন সংলগ্ন পাহাড়িপাড়া এলাকায় ওই দলটিকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক ধারালো অস্ত্র। সময়মতো পুলিশ পৌঁছনোয় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের।
ধৃতদের অধিকাংশেরই বাড়ি স্থানীয় পাহাড়িপাড়া এলাকায়। পুলিশ প্রাথমিক জেরায় জেনেছে, মালদা টাউন স্টেশন সংলগ্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের দলটির।
এর আগেও সাম্প্রতিককালে বেশ কিছু ডাকাত ও দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ। তবে একসঙ্গে ১১ জনকে গ্রেফতারের নজির সাম্প্রতিককালে নেই।
তদন্তকারীদের ধারণা, এই দলে আরও বেশ কিছু সদস্য রয়েছে। তাদের সম্পর্কেও খোঁজখবর করা হচ্ছে। ওই দলের কারও বিরুদ্ধে পুরনো ডাকাতি, ছিনতাই, লুট এমন ধরনের অভিযোগ রয়েছে কিনা, সে সম্পর্কেও খতিয়ে দেখছে পুলিশ।
ইংরেজবাজার থানার আইসি আশীষ দাস জানান, এই দলটিকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য। জেরা করে মালদহ শহর ও শহরতলীতে অপরাধ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
মনে করা হচ্ছে, বড় ধরনের অপরাধ সংগঠিত করার জন্যই এই দলটি জড়ো হয়েছিল। যদিও ডাকাতির অভিযোগ মানতে নারাজ ধৃতদের পরিবারের লোকজন। রাতে ঘোরাঘুরির সময় সন্দেহবশত পুলিশ গ্রেফতার করেছে বলে পাল্টা দাবি তাঁদের।
