TRENDING:

North 24 Parganas News: 'এই' সিনেমার টিকিট কাটলেই নামি দোকানের বিরিয়ানিতে ১০০ টাকা ছাড়! কাণ্ডখানা কী?

Last Updated:

এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন শুভশ্রী-আবির। নায়ক লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পাশ করা গ্র্যাজুয়েট। ছবির ট্রেলার ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াই ছড়িয়েছে। বক্স অফিসে ছবি কী জবাব দেয়, সেটাই এখন দেখবার। ছবিতে শুভশ্রী-আবির ছাড়াও রয়েছেন সৌরসেনী মৈত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পরিচালক রাজ চক্রবর্তীর নতুন বাংলা ছবি বাবলি সিনেমার টিকিট কাটলেই ডি. বাপি মধ্যমগ্রাম ও বারাসতের কাউন্টারে গেলে বিরিয়ানিতে মিলবে ১০০ টাকার ছাড়। ছবির প্রমোশনে বারাসতের স্টার মলে এসে এমন অফারের কথাই জানালেন এই সিনেমার পরিচালক-অভিনেতারা। ছবির পরিচালক রাজ চক্রবর্তী, নায়ক আবির চট্টোপাধ্য়ায়, নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় এসেছিলেন বাবলির প্রমোশনে। ১৫ অগাস্ট মুক্তি পেতে চলেছে বাবলি। সেদিন থেকেই দর্শকরা এই অফারের সুবিধা পাবেন।
advertisement

টলিউডের প্রিয় নায়ক নায়িকাদের দেখতে ভিড় জমে ছিল স্টার মল চত্বরে। যতজন টিকিট কাটবেন ততজনই এই সুবিধা নিতে পারবেন বলে জানা গিয়েছে। তাই সিনেমার পাশাপাশি এমন ভুরিভোজের সুযোগ আর কেই বা হাতছাড়া করবে!

এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন শুভশ্রী-আবির। নায়ক লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পাশ করা গ্র্যাজুয়েট। ছবির ট্রেলার ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াই ছড়িয়েছে। বক্স অফিসে ছবি কী জবাব দেয়, সেটাই এখন দেখবার। ছবিতে শুভশ্রী-আবির ছাড়াও রয়েছেন সৌরসেনী মৈত্র।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: 'এই' সিনেমার টিকিট কাটলেই নামি দোকানের বিরিয়ানিতে ১০০ টাকা ছাড়! কাণ্ডখানা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল