আরও পড়ুনঃ নবদ্বীপের ১০ টি পঞ্চায়েতের চূড়ান্ত ফল, শাসকের গড়ে বিরোধী থাবা
আইএসএফ-এর অভিযোগ, গণনার কারচুপি আটকাতে গিয়েই তিন আইএসএফ কর্মীর মৃ্ত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে পুলিশ একজন আইএসএস কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করেছিল। সেই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রেজাবুল গাজী (২৪)। তাঁর বাড়ি পশ্চিম ভোগালীতে।
advertisement
আরও পড়ুনঃ চমকে দিল নন্দীগ্রাম, ‘কঠিন’ মাঠেও ফুটল পদ্মফুল, নিজের ‘ঘর’ অক্ষত রাখবেন শুভেন্দু?
অপরদিকে পুলিশের ও কয়েকজন গুলিতে আহত হয়েছে বলে খবর। যত রাত বেড়েছে ততই কাউন্টিং সেন্টারের বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কাউন্টিং সেন্টারের ভিতরেও আইএসএকর্মীরা কার্যত ধর্নায় বসেছে। তাঁদের দাবি অন্যায় ভাবে জেলা পরিষদের একটি আসনে তৃণমূলকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই কারণে পুনরায় গণনার দাবি নিয়ে কাউন্টিং সেন্টারের মধ্যেই ধর্না বসলেন আইএসএফ কর্মী-সমর্থকরা।
১৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ভাঙড়ে। তার মধ্যে তৃণমূলের দখলে এসেছে ১৮টি। আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট পেয়েছে একটি মাত্র পঞ্চায়েত। ভাঙড়-২ ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। তার আগেই পুলিশের সঙ্গে গন্ডগোলে জড়ায় আইএসএফ।