TRENDING:

WB Panchayat Elections Result 2023: গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ৩, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার

Last Updated:

WB Panchayat Elections Result 2023: পঞ্চায়েত ভোটের গণনার রাতেও উত্তপ্ত ভাঙড়। পুলিশ-আইএসএফের বোমাযুদ্ধে প্রাণ হারালেন দুই আইএসএফ কর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: পঞ্চায়েত ভোটের গণনার রাতেও উত্তপ্ত ভাঙড়। পুলিশ-আইএসএফের বোমাযুদ্ধে প্রাণ হারালেন তিন আইএসএফ কর্মী। গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিস সুপার। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গড় দু-নম্বর ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফলাফল ঘোষণা এখনও বাকি আছে। আর এরই মধ্যে শুরু আইএসএফ কর্মীদের সঙ্গে পুলিশের বোমার লড়াই। পুলিশের দাবি তাঁদের লক্ষ্য করে বোমা ফেলছে আইএসএফ কর্মীরা। পুলিশ ও টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে। তার পাশাপাশি রাবার বুলেট ফায়ার করছে পুলিশ। খণ্ডযুদ্ধের কারণে DCRC সেন্টারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।
 গণনার রাতে অশান্ত ভাঙড়!
গণনার রাতে অশান্ত ভাঙড়!
advertisement

আরও পড়ুনঃ নবদ্বীপের ১০ টি পঞ্চায়েতের চূড়ান্ত ফল, শাসকের গড়ে বিরোধী থাবা

আইএসএফ-এর অভিযোগ, গণনার কারচুপি আটকাতে গিয়েই তিন আইএসএফ কর্মীর মৃ্ত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে পুলিশ একজন আইএসএস কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করেছিল। সেই আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম রেজাবুল গাজী (২৪)। তাঁর বাড়ি পশ্চিম ভোগালীতে।

advertisement

আরও পড়ুনঃ চমকে দিল নন্দীগ্রাম, ‘কঠিন’ মাঠেও ফুটল পদ্মফুল, নিজের ‘ঘর’ অক্ষত রাখবেন শুভেন্দু?

অপরদিকে পুলিশের ও কয়েকজন গুলিতে আহত হয়েছে বলে খবর। যত রাত বেড়েছে ততই কাউন্টিং সেন্টারের বাইরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কাউন্টিং সেন্টারের ভিতরেও আইএসএকর্মীরা কার্যত ধর্নায় বসেছে। তাঁদের দাবি অন্যায় ভাবে জেলা পরিষদের একটি আসনে তৃণমূলকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই কারণে পুনরায় গণনার দাবি নিয়ে কাউন্টিং সেন্টারের মধ্যেই ধর্না বসলেন আইএসএফ কর্মী-সমর্থকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

১৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ভাঙড়ে। তার মধ্যে তৃণমূলের দখলে এসেছে ১৮টি। আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট পেয়েছে একটি মাত্র পঞ্চায়েত। ভাঙড়-২ ব্লকের দুটি জেলা পরিষদের আসনের ফল ঘোষণা বাকি রয়েছে। তার আগেই পুলিশের সঙ্গে গন্ডগোলে জড়ায় আইএসএফ।

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Elections Result 2023: গণনার রাতে অশান্ত ভাঙড়! পুলিশ-ISF সংঘর্ষে মৃত ৩, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল