বোমা পাওয়ার পর থেকেই কাশিপুর থানা এবং বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে করা নজরদার চালানো হচ্ছে। চলছে পুলিশের রুটমার্চ ডিসি ক্রাইম এ নেতৃত্বে। কোথাও জমায়েত দেখলেই লাঠি উঁচিয়ে ধাওয়া করছে কমব্যাট বাহিনী, জমায়েত ছাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের লক্ষ্য শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ পর্ব শেষ করা।
advertisement
West Bengal Panchayat Election Result 2023 (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ) Check LIVE
West Bengal Panchayat Election 2023 Voting (পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনের 2023) LIVE Updates
আরও পড়ুন: লালগোলায় নিহত ভোটার ! সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে মৃত্যু, এখনও পর্যন্ত হিংসার বলি ১৪
আরও পড়ুন: বাসন্তীতে হঠাৎ বদল! ভোটের আগেই ‘পাল্টি’ বিজেপি প্রার্থীর, বিভ্রান্ত ভোটাররা
পাশাপাশি ডায়মণ্ড হারবারের বিভিন্ন বুথ থেকে নানা অশান্তির ঘটনা উঠে এসেছে। কুল্পি হটুগঞ্জ হাই স্কুলেও গেটে তালা মেরে আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের অভিযোগ ওঠে ছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে , বিরোধীদের এজেন্টদের বুথে ঢুকতে বাধা ও মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনায়।
তবে অন্যদিকে, কোথাও থেকে কোনও অভিযোগ এলেই তৎক্ষণাত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এলাকাবাসীর থেকে অভিযোগ শোনা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ এসেছিল এক কর্মীকে বাড়িতে গতকাল রাত থেকে তালা বন্ধ করে রাখা হয়েছে। সেই অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ গিয়ে তাঁকে বাড়ি থেকে উদ্ধার করে।
সুমন সাহা