পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বার বার অশান্ত হয়েছে ভাঙড়। গণনার রাতেও কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। ব্যাপক বোমাবাজির অভিযোগ ভাঙড়ে। অভিযোগ, ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজি শুরু করেছে একদল দুষ্কৃতী। মুড়ি মুড়কির মতো বোমা ফাটছে বলে অভিযোগ।
আরও পড়ুন: ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি! গণনাকেন্দ্রে আটকে আরাবুল ইসলাম! ভয়ে কাঁপছেন!
advertisement
আরও পড়ুন:
পরিস্থিতি এমন যে, গণনাকেন্দ্রের ভিতরেই আটকে রয়েছেন আরাবুল ইসলাম। মঙ্গলবার রাত বাড়তেই নতুন করে উত্তপ্ত হয় ভাঙড়ের বেশ কিছু এলাকায়। শুধু কাঠালিয়াতেই নয় শানপুকুরের চণ্ডীহাট গ্রাম ও চালতাবেড়িয়া এলাকাতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। অভিযোগের তীর আইএসএফের দিকে।
Suman Saha