TRENDING:

South 24 Parganas News : গাববাটিতে গোষ্ঠ মেলায় দেখা গেল লোকসংস্কৃতির সঙ শিল্প

Last Updated:

গাববাটিতে গোষ্ঠ মেলায় দেখা গেল লোকসংস্কৃতি সং শিল্প। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসেন। সন্ধ্যা থেকে শুরু হয় এই সং প্রদর্শনী। মূলত রাধা-গোবিন্দ বিগ্রহের পুজো উপলক্ষ‍্যে এই মেলার আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢোলাহাট: দক্ষিণ ২৪ পরগানর গাববাটিতে গোষ্ঠ মেলায় দেখা গেল লোকসংস্কৃতি সঙ শিল্প। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান। সন্ধ্যা থেকে শুরু হয় এই সঙ প্রদর্শনী। মূলত রাধা-গোবিন্দ বিগ্রহের পুজো উপলক্ষ‍্যে এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর বৈশাখ মাসে এই মেলার আয়োজন করা হয়। এবছরও তার কোনোও ব‍্যাতিক্রম হয়নি। শুধুমাত্র সঙ নয়, এই মেলায় সারারাত ধরে চলে আতসবাজির প্রদর্শনী‌।
advertisement

জনপ্রিয় গ্রামীণ মেলা হিসাবে এই মেলা পরিচিত। জানিয়েছেন মেলার উদ‍্যোক্তা পঙ্কজ কুমার মন্ডল। এই মেলার সম্পূর্ণ খরচ বহন করে গ্রামবাসীরা। মেলায় আগত ব‍্যক্তিদের জন‍্য থাকে রাত্রিবাসের ব‍্যবস্থাও।

মেলায় রাতভর চলে গাজন গান সঙ্গে পুজা অনুষ্ঠান। এই ধরণের মেলা এলাকায় দ্বিতীয়টি আর হয়না বলে জানিয়েছেন মেলার অপর এক উদ‍্যোক্তা মনোজ কুমার মন্ডল‌। প্রায় ৫ থেকে ৬ হাজার স্থানীয় বাসিন্দা সেখানে ভিড় করেন।

advertisement

আরও পড়ুনঃ Cyclone Mocha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, আতঙ্কে সুন্দরবন, চলছে মোকা মোকাবিলার প্রস্তুতি

View More

মেলায় নিরাপত্তা জনিত দিকটি উদ্যোক্তারাই দেখাশোনা করেন। এই মেলা এবছর ৭৮ বছরে পদার্পণ করেছে। স্বাধীনতার সময় থেকে এই মেলা চলে আসছে এলাকায়। অনুষ্ঠানের আয়োজন, রকমার খাবার জিনিসের দোকান থেকে অন্যান্য সামগ্রির দোকান বসে। মেলাকে ঘিরে মানুষের মধ‍্যে উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। দুূর-দূরান্ত থেকে আসে মানুষ. শেষ পর্যন্ত নির্বিঘ্নেই কেটেছে এই মেলা। এখন অপেক্ষা পরের বছরের জন‍্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : গাববাটিতে গোষ্ঠ মেলায় দেখা গেল লোকসংস্কৃতির সঙ শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল