আরও পড়ুন: সোনমের রিসেপশন, কে কেমন নাচলেন, দেখুন ভিডিও
মেহেন্দির সময় বেছে নিয়েছিলেন প্যাস্টেল শেডের লেহেঙ্গা ৷ সঙ্গীতে আবার থিম ছিল সাদা ৷ তবে বিয়ের সময় সাবেকি লালেই ভরসা ছিল ফ্যাশনিস্তার ৷ আবার রিসেপশনে সাজলেন একেবারে অন্য ধাঁচে ৷ রিসেপশনের পার্টিতে শেভরন ডার্ক গ্রে রঙের লেহেঙ্গা আর অনামিকা খান্নার হোয়াইট গোল্ডে সেজেছিলেন নববধূ সোনম ৷ অন্যদিকে আনন্দ পরেছিলেন কালো শেরওয়ানি ৷ তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল আনন্দের পায়ের স্নিকার্স ৷ শেরওয়ানির সঙ্গে নিজের ব্র্যান্ডের জুতো পরেছিলেন তিনি ৷
advertisement
আরও পড়ুন: সোনম অত্যন্ত লোভি মেয়ে ! সোনমের বিয়ে নিয়ে বিতর্কের ঝড় ইন্টারনেটে
শেরওয়ানির সঙ্গে যেখানে নাগরাই পরাটাই দস্তুর, সেখানে সিগনেচার স্টাইল ধরে রেখে নিজের ব্র্যান্ড ‘ভেজ ননভেজ’-এর স্নিকার্স পরলেন মিস্টার আহুজা ৷ তবে এই ফ্যাশন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হতে হল ফ্যাশনিস্তার সদ্য বিবাহিত বরকে ৷