কারা আসছেন এ বছর বিগ বস-এ? তা নিয়ে প্রতি বছরের মতো এ বছরও কিন্তু ভক্তদের উত্তেজনা কিছু কম নয় ৷ প্রতিযোগীদের তালিকা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা ৷ এরমধ্যেই প্রথম প্রতিযোগীর নাম ঘোষণা করল বিগ বস কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন: শহিদকে বিয়ে না করলে কাকে ডেট করতেন মীরা?
সূত্রের খবর, এমটিভি রক-এর বিজয়ী ড্রামার-সিঙ্গার নৈতিক নাগদা-ই প্রথম প্রতিযোগী যিনি বিগ বস-এ অংশগ্রহণের কথা পাকাপাকিভাবে জানিয়েছেন ৷ সদ্যই ‘এমটিভি রক’ জিতেছেন নৈতিক ৷ অবশ্য এই নামের থেকে ‘ডান্ডিয়া কিং’ নামেই বেশি পরিচিত তিনি ৷ ৫ বছর বয়স থেকে ড্রাম বাজাচ্ছেন নৈতিক ৷ তাঁর ব্যান্ডও এই মুহূর্তে দেশের অন্যতম পরিচিত এবং প্রথম সারির ব্যান্ড ৷ সম্প্রতি ১০০ দিন বিগ বসের বিতর্কিত ঘরে থাকতে রাজি হয়েছেন তিনিই ৷
advertisement
#navratri #day #05 #RaasRang #2017 Wardrobe- @zoopfashion @bhavyasavla Hair n makeup- @miitsavla PC
advertisement