ভীষণ আবেগপ্রবণ মেয়ের এই বেড়ে ওঠাকে ঘিরে৷
আরও পড়ুন সুস্থ হচ্ছেন ইরফান খান, ফিরছেন দেশে
গতকালই তার আঠারোতম জন্মদিন পালন করেছেন সুহানা৷ আর গতকালই আঠারোয় পা দেওয়া মেয়ের ছবি, সকাল সকাল পোস্ট করেছিলেন মা৷ আর রাতের দিকে বাবা মেয়েকে দিলেন এক বার্তা৷
advertisement
আরও পড়ুনখালি গা, সবুজ রঙের হাফপ্যান্ট, নেটিজেনদের হাতে খোরাক হলেন রণবীর সিং!
মেয়েকে জীবনে মুক্তির স্বাদ নিতে বললেন শাহরুখ৷ জীবনের সব খুশি যেন খুঁজে পায় সুহানা, বাবা হিসেবে এই তাঁর প্রার্থনা৷ মেয়ের স্বপ্নপূরণ হোক, চান শাহরুখ৷ আর মেয়ের ইচ্ছেই যে তাঁর শেষ ইচ্ছে, সুহানাকে বুঝিয়ে দিলেন এসআরকে৷ তিনি বলিউড বাদশা, হাজারো মেয়ের হার্টথ্রব, তবে বাবা হিসেবে তিনি যে আর পাঁচটা বাবার মতো, এই মেসেজ তারই প্রমাণ৷