সুস্থ হচ্ছেন ইরফান খান, ফিরছেন দেশে

Last Updated:

নিউরো এন্ডোক্রিন টিউমর রোগে আক্রান্ত ইরফান খান ৷ এ খবর তিনি নিজেই জানিয়ে ছিলেন ট্যুইটারে ৷

#মুম্বই: নিউরো এন্ডোক্রিন টিউমর রোগে আক্রান্ত ইরফান খান ৷ এ খবর তিনি নিজেই জানিয়ে ছিলেন ট্যুইটারে ৷ এমনকী, জানিয়ে ছিলেন সিনেমার শ্যুটিংয়ের থেকে কিছুদিন বিরতি নিয়ে বিদেশে চিকিৎসার জন্য রয়েছেন তিনি ৷
এরই মাঝে গত সপ্তাহে নিজের নতুন ছবি কারবা-র পোস্টার মুক্তির পর ছবির টিমকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়ে ছিলেন ইরফান ৷ রোগের খবর জানানোর প্রায় ২ মাস পর এই ট্যুইটই করেছিলেন ইরফান ৷ এবার ট্যুইট নয়, বরং দেশে ফিরে কারবা ছবির প্রচারে অংশ নিতে চলেছেন ইরফান ৷
এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে ছবির পরিচালক আকর্ষক খুরানা জানান, ‘ইরফান সুস্থ হচ্ছেন ৷ এই খবরটা সবচেয়ে বেশি আনন্দের ৷ আর তার পরেই ভালো খবর হল তিনি এই ছবির প্রোমোশনের জন্য দেশে ফিরতে পারেন ৷ ’
advertisement
advertisement
বিরল রোগে আক্রান্ত অভিনেতা ইরফান খান ৷ এই খবরে আশাহত ছিল চলচ্চিত্র মহল৷ তবে রোগটা ঠিক কী তা তখনও স্পষ্ট ছিল না৷ অবশেষে নিজেই টুইট করে ইরফান খান জানালেন যে, তিনি নিউরো এন্ডোক্রিন টিউমর রোগে আক্রান্ত ৷ তিনি এও জানিয়েছেন, নিউরো মানেই মস্তিষ্কের সমস্য়া নয়৷ আর সেই রোগের চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন অভিনেতা৷ তবে কোথায় সেটা, সে সম্পর্কে কিছুই জানানি তিনি৷
advertisement
তিনি আরও লিখেছেন, ‘মাঝেমধ্যে জীবনে কিছু অপ্রত্যাশিত ধাক্কা যে-কাউকে সজাগ করে দেয়। গত ১৫ দিন আমি এক রহস্যের মধ্য দিয়ে যাচ্ছি। বিরল গল্পের খোঁজ করতে করতে আমি নিজেই বিরল রোগে আক্রান্ত হয়ে যাব, তা কখনো ভাবিনি। তবে আমি হাল ছাড়িনি। লড়াই করে যাব। আশা করছি, এ সময় পরিবার আর বন্ধুরা আমার পাশেই থাকবেন।’
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুস্থ হচ্ছেন ইরফান খান, ফিরছেন দেশে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement