আরও পড়ুন: ইভ টিজিং-এর শিকার হলেন তব্বু
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। অভিযোগ, ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । হরিণ দু'টির মৃত্যু হয় ।
advertisement
আরও পড়ুন: ঘুমের ওষুধ খাইয়ে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার অর্জুন রামপালের শ্যালক
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। মামলা দায়ের হয় ওই পাঁচ অভিনেতার নামে। এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত রায় দান আজই।
Location :
First Published :
April 05, 2018 9:12 AM IST