TRENDING:

দীপবীরের বিয়ের আগে কোঙ্কনি রীতি মেনে হয়ে গেল ‘ফুল মুদ্দি’

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এতদিনের প্রতীক্ষার অবসান ৷ রণবীর সিং ও দীপিকার বিয়ে নিয়ে ফ্যানদের এতদিনের অপেক্ষা এতদিনে শেষ হতে চলেছে ৷
advertisement

ইতালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই ৷ সেখানে হাজির হয়েছেন দীপিকা ও রণবীরের পরিবারের সদস্যরা ৷ সেই সঙ্গে রয়েছন বন্ধু-বান্ধব এবং তাঁদের টিমের সদস্যরা ৷ হাজির হয়েছেন বলিউডে প্রচুর তারকা ৷ জমে উঠেছে বিয়ের আসর ৷

জানা গিয়েছে, বিয়ে নিয়ে এই দুই তারকার পরিকল্পনা প্রচুর ৷ সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা বড়ই আঁটোসাটো করা হয়েছে ৷

advertisement

গতকাল মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বিগ ফ্যাট ওয়েডিং ৷ গতকাল মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠানে ছিল এলাহি আয়োজন ৷

আজ বিয়ের মূল অনুষ্ঠান ৷ তার আগে কোঙ্কনি মতে হয়ে গেল ‘ফুল মুদ্দি’ ৷ এই অনুষ্ঠানটি বিয়ের আগে হয় ৷ এর মাধ্যমে দীপিকা ও রণবীরের পরিবারের সদস্যরা একটি পুজো সারলেন ৷ বিয়ে যাতে সুখের ও শান্তির হয়, সেই কারণেই এই পুজোর আয়োজন ৷ এরই সঙ্গে তাঁরা নিজেদের মধ্যে নারকেল ও কাঁচা হলুদও বিনিময় করলেন ৷ এটিও হল বিয়ের একটি আচার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রণবীর এবং বরযাত্রীরা সিপ্লেনে চেপে কাস্তাডিভা রিসর্ট এন্ড স্পা’তে এসে পৌঁছবেন ৷ এখানেই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হবে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
দীপবীরের বিয়ের আগে কোঙ্কনি রীতি মেনে হয়ে গেল ‘ফুল মুদ্দি’