পরিচালক সৌকর্য ঘোষালের ছবি রেইনবো জেলি দেখানো হচ্ছে এই চিল্ড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে ৷ এই ছবিটি এর আগে শহুরে দর্শক দেখেছেন, তবে অনেকেই আবার দেখতে পাননি ৷ কারণ হল ও টাইমিং-এর সমস্যা ৷ এই জটিলতার যার জেরে অধিকাংশ বাঙলা ছবিই অদেখা থেকে যায় ছবিপ্রেমীদের ৷
advertisement
আবার ফিরছে ছবিটি ৷ চিল্ড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে ১টি শো পেয়েছে ছবিটি ৷ দেখানো হবে ২৫শে জানুয়ারি দুপুর ৩টে ৷ দারুণ খুশি পরিচালক ও তাঁর টিম ৷ এই ছবিটির পাশাপাশি যে কটি বাংলা ছবি দেখানো হচ্ছে এই চলচ্চিত্র উৎসবে তার মধ্যে থাকছে গুপ্তধনের সন্ধানে, গোয়েন্দা তাতার, অ্যাডভেঞ্চার অফ জোজো ৷
Location :
First Published :
January 24, 2019 3:09 PM IST