TRENDING:

 Purulia News: ফিল্মি কায়দায় ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যে দুষ্কৃতীরা ধরাও পড়ল সেই ফিল্মি কায়দাতেই

Last Updated:

এক মহিলা তাঁর বাড়ির গেট খুলছিলেন। ঠিক সেই সময় হঠাৎই মোটর বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসে ওই মহিলার গলার সোনার হার টেনে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে চোর চোর বলে চিৎকার শুরু করেন ওই মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: প্রথমে চুরি এবং কয়েক ঘণ্টার মধ্যেই তার সমাধান, গোটা বিষয়টা যেভাবে ঘটল তা সিনেমাকেও হার মানাবে। তার গোটা ঘটনার নেপথ্য কাণ্ডারী হিসেবে উঠে এল পুলিশের তৈরি সহায় অ্যাপ।
advertisement

গত ১৬ মার্চ দুপুরে পুরুলিয়া শহরের মাহাত পাড়ায় এক মহিলা তাঁর বাড়ির গেট খুলছিলেন। ঠিক সেই সময় হঠাৎই মোটর বাইকে চড়ে দুই দুষ্কৃতী এসে ওই মহিলার গলার সোনার হার টেনে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে চোর চোর বলে চিৎকার শুরু করেন ওই মহিলা। তাঁর গলার আওয়াজ শুনতে পেয়ে বেড়িয়ে আসেন স্থানীয় যুবক মুকুল মাহাত। তিনি তৎক্ষণাৎ সহায় অ্যাপের মাধ্যমে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের সাহায্য চান। এর কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় তামনা থানার পুলিশ। তাঁরা ঘটনাস্থল সংলগ্ন একটি সিসিটিভির ফুটেজ দেখে দুই দুষ্কৃতীকে চিহ্নিত করে ফেলেন। এরপরই তাদের ধরতে শুরু হয় তৎপরতা।

advertisement

আরও পড়ুন: স্ত্রীকে বাড়িতে ডেকে হাঁসুয়া দিয়ে গলা কাটলেন স্বামী, পরে রেল লাইনে মাথা দিলেন নিজেও!

পুরুলিয়া শহরজুড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর নাকা চেকিং চলাকালীন পুরুলিয়া-রাঁচি ধরে পালানোর সময় গ্রেফতার করা হয় ওই দুই দুষ্কৃতীকে। তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। পরবর্তীতে টিআই প্যারেডে ওই দুষ্কৃতীদের চিহ্নিত করেন আক্রান্ত মহিলা। এরপর পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়ার সোনার হারটি ওই মহিলাকে ফিরিয়ে দেয়। শুক্রবার গোটা বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সহায় অ্যাপ ঠিক সময় ব্যবহার করার কারণেই ওই দুই দুষ্কৃতীকে দ্রুত ধরা সম্ভব হয়েছে। এই কাজের জন্য পুরস্কৃত করা হয় মুকুল মাহাতকে। এসপি পুরুলিয়ার প্রতিটি মানুষকে প্রয়োজনে সহায় অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
 Purulia News: ফিল্মি কায়দায় ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যে দুষ্কৃতীরা ধরাও পড়ল সেই ফিল্মি কায়দাতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল