আরও পড়ুন: রাস্তার দাবিতে ভোট বয়কট
পুরুলিয়া-১ ব্লকের গাড়াফুসড় অঞ্চলের ১৬ নম্বর বুথে এই ঘটনা ঘটে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। প্রিসাইডিং অফিসার জানান, ব্যালট পেপার ছিঁড়ে দেওয়ার পর ব্যালট বক্সের মধ্যে জল ঢেলে দেওয়া হয়। গোটা ঘটনায় নির্দল প্রার্থী ও তাঁর সমর্থকরা তৃণমূলের প্রার্থীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান ছিল না। রাজ্য পুলিশের একজন মহিলা কনস্টেবল কেবলমাত্র নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি দুই পক্ষের সমর্থকদের ঠেকাতে ব্যর্থ হন। এদিকে গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন ভোট কর্মীরা। তাঁরা প্রশাসনের কাছে রেসকিউ টিম পাঠিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার আর্জি জানান। পরে খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ওই বুথে গিয়ে পৌঁছয়।
শমিষ্ঠা ব্যানার্জি