পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উপর দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে। তার পাশেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন পার্কিং পয়েন্টে থাকা গাড়ির ব্যাটারি চুরি হয়ে যাওয়ার একের পর এক ঘটনার কথা জানা যাচ্ছিল। এছাড়াও গাড়ির দামি যন্ত্রাংশ চুরি করছিল চোরের দল। ফলে পার্কিংয়ে গাড়ি রাখছেই ভয় পাচ্ছিলেন চালকরা।
advertisement
আরও পড়ুন: তীব্র গরমেও তালপাতার হাতপাখার বিক্রি তলানিতে, শেষের মুখে বাংলার পুরনো শিল্প
বুধবার দুপুরে মেচোগ্রাম মোড়ের কাছের ওই পার্কিং পয়েন্ট থেকে ব্যাটারি চুরি করে মোট তিনজন পালাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে শেখ ফকিরকে ধরা সম্ভব হলেও বাকি দু'জন পালিয়ে যায়। এই বিষয়ে ওই পার্কিং পয়েন্টের মালিক শেখ সমীরুদ্দিন বলেন, পাঁশকুড়ায় নেশাখোরদের উপদ্রব বাড়ছে। নেশার টাকা জোগাড় করতেই গাড়ির ব্যাটারি চুরির চক্র গড়ে উঠেছে বলে তিনি অভিযোগ করেন। স্থানীয়দের ধারণা, এই ব্যাটারি চুরি চক্রের জাল আরও অনেক গভীরে ছড়িয়ে আছে। তাঁরা এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।
সৈকত শী