তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপ্যাল নিয়োগ করা হয়েছে আগেই। এবার মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগে প্রফেসার, অ্যাসোসিয়েট প্রফেসার। অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও ডেমোনেস্ট্রেটর পদে ১৫ জনকে নিয়োগ করল রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্য সরকারের স্বাস্থ্যও পরিবার কল্যান দফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের বিশেষ সচিব একটি নির্দেশ জারি করে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য প্রফেসার।
advertisement
অ্যাসোসিয়েট প্রফেসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডেমোনেস্ট্রেটর পদে নিয়োগ করার বিষয়ে জানিয়েছেন বিশেষ সচিব। রাজ্য জুড়ে বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রফেসার নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রফেসার পদে চারজন। অ্যাসোসিয়েটেট প্রফেসর পদে তিনজন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে পাঁচজন এবং ডেমোনেস্ট্রেটর পদে তিনজনকে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল পদে শর্মিলা মল্লিক এবং ভাইস প্রিন্সিপ্যাল পদে কৌশিক করকে নিয়োগ করা হয়েছে। এবার মেডিক্যাল কলেজের শিক্ষক হিসেবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হল। আগামী শিক্ষাবর্ষে নতুন এই তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ চালুর পথে একধাপ এগোল রাজ্য স্বাস্থ্য দফতর।
পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার বিভাস রায় জানান, 'রাজ্য স্বাস্থ্য ভবন থেকে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজের জন্য অধ্যাপক নিয়োগ করা হয়েছে। বিভিন্ন ডিপার্মেন্টে ১৫ জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে। আশা করা যায় আগামী শিক্ষাবর্ষে থেকে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হবে তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজে।'