TRENDING:

কোলাঘাটে শ্যুটআউট, সোনা ব্যবসায়ীকে খুন করে লুঠ! কলকাতা-খড়্গপুর জাতীয় সড়ক অবরোধ

Last Updated:

ব্যবসায়ীর চিৎকার এবং গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা৷ তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপরে পড়ে রয়েছেন সমীরবাবু৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোলাঘাট: জাতীয় সড়কের উপরে শ্যুটআউট৷ বাইকে করে এসে সোনার দোকানের মালিককে গুলি করে খুন করে সোনার গয়না এবং নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে৷ ঘটনার প্রতিবাদে কলকাতা থেকে খড়্গপুরগামী ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ ঘটনাস্থলে পৌঁছেছে পাশকুড়া থানার পুলিশ৷
ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷
ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা৷
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন রাত পৌনে নটা নাগাদ সমীর পাড়িয়া (৩৭) নামে ওই ব্যবসায়ী কোলাঘাটের জিঞাদা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন৷ সেই সময়ই বাইকে চড়ে সেখানে হাজির হয় তিন দুষ্কৃতী৷ বাইকে থাকা সমীরবাবুর পথ অবরুদ্ধ করে তাঁর থাকা ব্যাগে থাকা সোনার গয়না এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা৷ তখনই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা৷ ওই ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর কাছে থাকা সোনার গয়না এবং নগদ লুঠ করে পালায় দুষ্কৃতীরা৷

advertisement

ব্যবসায়ীর চিৎকার এবং গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা৷ তাঁরা এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপরে পড়ে রয়েছেন সমীরবাবু৷ প্রত্যক্ষদর্শী অন্য কয়েক জনের অবশ্য দাবি, অন্তত তিনটি বাইকে করে এসে দুষ্কৃতীরা ওই ব্যবসায়ীর পথ আটকায়৷

আরও পড়ুন: পেট্রোল পাম্পে এল দুটি বাইক, তুলল মেয়েটিকে! তারপর…হাড়হিম সেই ভিডিও দেখুন!

advertisement

জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার কোলাঘাটের উত্তর জিঁয়াদা গ্রামে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীরা৷ এর পরেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা কলকাতা থেকে খড়্গপুরগামী ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ৷ স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর জাতীয় সড়কের উপরে সেভাবে পুলিশের নজরদারি থাকে না৷ সেই কারণেই এতটা বেপরোয়া হওয়ার সাহস দেখাতে পারল দুষ্কৃতীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
কোলাঘাটে শ্যুটআউট, সোনা ব্যবসায়ীকে খুন করে লুঠ! কলকাতা-খড়্গপুর জাতীয় সড়ক অবরোধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল