TRENDING:

East Medinipur News- সরকারি বিভিন্ন প্রকল্পের ট্যাবলো সহ শাসকদলের প্রচার তমলুক শহরে

Last Updated:

স্বাস্থ্য সাথী, সবুজ সাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ট্যাবলো সহ তমলুকে শাসক দলের প্রচার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: পৌর নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী উভয় দল। শাসক দলের প্রচার মিছিলে অভিনবত্বের ছোঁয়া। সময়ের সঙ্গে পাল্লা দিতে প্রচার মিছিলে নতুনত্ব আনতে অভিনব প্রচার মিছিল করছে শাসক দল তৃণমূল। ২৭ ফেব্রুয়ারি পৌর নির্বাচন। মাঝে মাত্র দুটো দিন। ২৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার পর নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী বন্ধ হয়ে যাবে প্রার্থীদের প্রচার। হাতে মাত্র একটাদিন। তার আগেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের প্রচার ব্যস্ততা চরম পর্যায়ে। প্রচারে অভিনবত্ব এনে নজর কাড়তে মরিয়া শাসক দল।
advertisement

২৭ ফেব্রুয়ারি রবিবার তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সৌমেন চক্রবর্তীর সমর্থনে অভিনব মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। ট্যাবলো, ঢাক ও বাজনা সহ প্রচার মিছিল নজর কাড়ে শহরবাসীর। আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো সহকারে প্রচার মিছিল বের করে শহরের রাস্তায়। আমি চল গেলে সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই প্রচার মিছিলে অংশগ্রহণ করে। তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের শাসক দলের প্রার্থী সৌমেন চক্রবর্তীর সমর্থনে এই প্রচার মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার শ্রমিক সংগঠনের নেতা শিবনাথ সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চঞ্চল খাড়ার প্রচার মিছিলে লক্ষীর ভান্ডার হাতে অংশগ্রহণ করতে দেখা যায় দলের মহিলা কর্মীদের। কিন্তু এবার আর লক্ষ্মী ভান্ডার হাতে নয় রীতিমতো লক্ষ্মী সাজিয়ে ট্যাবলো সহকারে প্রচার মিছিল হয়।

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- সরকারি বিভিন্ন প্রকল্পের ট্যাবলো সহ শাসকদলের প্রচার তমলুক শহরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল