২৭ ফেব্রুয়ারি রবিবার তাম্রলিপ্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সৌমেন চক্রবর্তীর সমর্থনে অভিনব মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। ট্যাবলো, ঢাক ও বাজনা সহ প্রচার মিছিল নজর কাড়ে শহরবাসীর। আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো সহকারে প্রচার মিছিল বের করে শহরের রাস্তায়। আমি চল গেলে সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই প্রচার মিছিলে অংশগ্রহণ করে। তাম্রলিপ্ত পৌরসভার আট নম্বর ওয়ার্ডের শাসক দলের প্রার্থী সৌমেন চক্রবর্তীর সমর্থনে এই প্রচার মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলার শ্রমিক সংগঠনের নেতা শিবনাথ সরকার।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও তাম্রলিপ্ত পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চঞ্চল খাড়ার প্রচার মিছিলে লক্ষীর ভান্ডার হাতে অংশগ্রহণ করতে দেখা যায় দলের মহিলা কর্মীদের। কিন্তু এবার আর লক্ষ্মী ভান্ডার হাতে নয় রীতিমতো লক্ষ্মী সাজিয়ে ট্যাবলো সহকারে প্রচার মিছিল হয়।