TRENDING:

Coromandel Express Accident : এমার্জেন্সি জানালার কাচ ভেঙে বেরিয়ে আসেন দুমড়ে যাওয়া কামরা থেকে, এখনও দুঃস্বপ্নের গ্রাসে যুবক

Last Updated:

Coromandel Express Accident : ভয়াবহ সেই দুর্ঘটনায় কোনওরকমে প্রাণ বেঁচে বাড়ি ফিরতে পেরেছেন তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৈকত শী, তমলুক: প্রাণে বেঁচে কোনও রকমে বাড়ি ফিরে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন করমণ্ডল এক্সপ্রেসের এক যাত্রী। ওই যাত্রী করমণ্ডল এক্সপ্রেসের S-2 কামরার। নাম বিশ্বজিৎ মাইতি, বাড়ি তমলুক থানার মিরিকপুর গ্রামের। বছর ২৭ এর ওই যুবকের সঙ্গে আরও তিন জন ছিলেন যারা পাঁশকুড়ার বাসিন্দা। ওই চারজন ফুলের কাজে চেন্নাই যাচ্ছিলেন। যাওয়ার পথে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় কোনওরকমে প্রাণ বেঁচে বাড়ি ফিরতে পেরেছেন তাঁরা।
advertisement

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালাসোর এখন মৃত্যুপুরী। রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে।

advertisement

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলার এখনও পর্যন্ত মোট ৭৩ জন ওই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছেন। এ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় এই দুর্ঘটনায় দুজন মারা গেছে। সামান্য আহত অবস্থায় বাড়ি ফিরেছে বিশ্বজিৎ ও তাঁর সঙ্গীরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

এই ভয়াবহ দুর্ঘটনার আতঙ্কের ছাপ এখনও বিশ্বজিতের চোখে মুখে। ঘটনার বিবরণ দিতে গিয়ে বিশ্বজিৎ জানান, যে মুহূর্তে দুর্ঘটনা ঘটে সেই সময় তিনি বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎই বিকট আওয়াজ করে ট্রেন দুলে ওঠে। প্রচন্ড ঝাঁকুনি লাগে। তার পর শুধু চিৎকার। তাদের এস-টু কামরাটি অন্য একটি কামরার ওপর উঠে পড়ে। ওই কামরার সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। পুরো ঘটনার পর তাঁর নিজের স্বাভাবিক হতে প্রায় ১০ মিনিট কেটে যায়। সঙ্গীদের খোঁজ করা শুরু করেন। তাদের খুঁজে পেয়ে ওই কামরার পিছন দিকের এমার্জেন্সি জানালা ভেঙে বেরিয়ে আসেন। বলেন, ‘‘কপালজোড়ে প্রাণে বেঁচেছি আমরা।’’

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Coromandel Express Accident : এমার্জেন্সি জানালার কাচ ভেঙে বেরিয়ে আসেন দুমড়ে যাওয়া কামরা থেকে, এখনও দুঃস্বপ্নের গ্রাসে যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল