#হলদিয়া: রাত পোহালেই সরস্বতী পুজো। তার আগেই শুক্রবার সকাল থেকে হঠাৎ বৃষ্টির জেরে থমকে গেল প্রতিমা বিক্রি। বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলতেই অনেক আশা নিয়ে ঠাকুর তৈরি করছিল মৃৎশিল্পীরা। কিন্তু পুজোর আগের দিন বৃষ্টির জেরে বিক্রি হল না প্রতিমা। অর্ধেক প্রতিমা ফিরে গেল বাড়িতে। মন খারাপ হলদিয়ার চিত্রকর পাড়ার শিল্পীদের। উৎসবের মুখে বৃষ্টির জেরে সমস্যায় মৃৎশিল্পীরা।