এছাড়াও রাস্তার পাশেই রয়েছে খঞ্চি গুণধর হাইস্কুল এবং ব্যবর্ত্তা আদর্শ বিদ্যাপীঠ। এছাড়াও একাধিক প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়ার হাই স্কুল রয়েছে রাস্তার পাশেই। ছুটি কাটিয়ে স্কুল কলেজ আবার খুলেছে ফলে রাস্তা দিয়ে স্কুলের টাইমে প্রচুর ছাত্র-ছাত্রী যাতায়াত করে। কিন্তু এই রাস্তা হয়ে উঠেছে দিন দিন মারণফাঁদ। প্রায়শই দুর্ঘটনা লেগেই আছে। উপায় না থাকায় বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ একপ্রকার বাধ্য হয়েই এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে প্রাণের ঝুঁকি নিয়ে।
advertisement
আরও পড়ুনঃ শিল্প শহরে নেই বার্ণ ইউনিট! চিন্তায় হলদিয়ার শ্রমিক মহল
ছাত্র-ছাত্রীদের বাড়ির লোকরাও দুশ্চিন্তায় থাকেন। তাই সাধারণ মানুষ চাইছে এই রাস্তাটি দ্রুত মেরামত হোক। সাধারণ মানুষের দাবী, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। বহুবার স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন ভ্রুক্ষেপ করছে না। যার ফলে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে খঞ্চি বা ব্যবরত্তা আসার পথে সমস্যায় পড়তে হয় ১০ - ১২টি গ্রামের সাধারণ মানুষদের।
Saikat Shee





