TRENDING:

Purba Medinipur News: দীর্ঘদিন ধরে বেহাল গ্রামীণ সড়ক যোজনা রাস্তা! সমস্যায় সাধারণ মানুষ

Last Updated:

দীর্ঘদিন থেকে বেহাল গ্রামীণ রাস্তা যাতায়াতের সময় অসুবিধার সম্মুখীন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের খঞ্চি থেকে ব্যবর্ত্তা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। পুরো রাস্তা জুড়ে উঠে গিয়েছে পিচের আস্তরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দকুমার : দীর্ঘদিন থেকে বেহাল গ্রামীণ রাস্তা যাতায়াতের সময় অসুবিধার সম্মুখীন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের খঞ্চি থেকে ব্যবর্ত্তা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। পুরো রাস্তা জুড়ে উঠে গিয়েছে পিচের আস্তরণ। বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তায়। এই রাস্তাটি জাতীয় সড়ক ও রাজ্য সড়কে সংযুক্ত করেছে। ফলে নন্দকুমার ব্লকের একাংশের লোকজন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। প্রচুর পরিমাণে সাইকেল মোটরসাইকেল টোটো এবং ছোট গাড়ির যাতায়াত এই রাস্তায়।
advertisement

এছাড়াও রাস্তার পাশেই রয়েছে খঞ্চি গুণধর হাইস্কুল এবং ব্যবর্ত্তা আদর্শ বিদ্যাপীঠ। এছাড়াও একাধিক প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়ার হাই স্কুল রয়েছে রাস্তার পাশেই। ছুটি কাটিয়ে স্কুল কলেজ আবার খুলেছে ফলে রাস্তা দিয়ে স্কুলের টাইমে প্রচুর ছাত্র-ছাত্রী যাতায়াত করে। কিন্তু এই রাস্তা হয়ে উঠেছে দিন দিন মারণফাঁদ। প্রায়শই দুর্ঘটনা লেগেই আছে। উপায় না থাকায় বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ একপ্রকার বাধ্য হয়েই এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে প্রাণের ঝুঁকি নিয়ে।

advertisement

আরও পড়ুনঃ শিল্প শহরে নেই বার্ণ ইউনিট! চিন্তায় হলদিয়ার শ্রমিক মহল

ছাত্র-ছাত্রীদের বাড়ির লোকরাও দুশ্চিন্তায় থাকেন। তাই সাধারণ মানুষ চাইছে এই রাস্তাটি দ্রুত মেরামত হোক। সাধারণ মানুষের দাবী, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। বহুবার স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন ভ্রুক্ষেপ করছে না। যার ফলে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে খঞ্চি বা ব্যবরত্তা আসার পথে সমস্যায় পড়তে হয় ১০ - ১২টি গ্রামের সাধারণ মানুষদের।

advertisement

View More

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দীর্ঘদিন ধরে বেহাল গ্রামীণ সড়ক যোজনা রাস্তা! সমস্যায় সাধারণ মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল