#পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশ মত পূর্ব মেদিনীপুর জেলার আন্তঃরাজ্য সীমানা ও আন্তঃরাজ্য সীমানায় চলছে পুলিশের নাকা চেকিং। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার ওড়িশা বর্ডারে দিনভর চলছে নাকা চেকিং। কোলাঘাটে মঙ্গলবার সকালে চলেছে নাকা চেকিং। এদিন কোলাঘাট থানার পুলিশ ৪১ নম্বর জাতীয় সড়কে কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ে শুরু করে নাকা চেকিং এর ব্যবস্থা। এদিন দিঘা, হলদিয়া ও কোলকাতাগামী বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। পাঁশকুড়া থানার তরফ থেকে পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর সংযোগস্থল রাতুলিয়াতে চলছে নাকা চেকিং। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানিয়েছেন, "প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তঃরাজ্য সীমানা ও আন্তঃজেলা সীমানায় চলছে পুলিশের নাকা চেকিং। এছাড়াও দিঘা, হলদিয়া সহ বিভিন্ন জায়গার হোটেলে তল্লাশি চালানো হয়।"