TRENDING:

Midnapore News: চুরি যাচ্ছে নদীর চর! ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক প্রশাসনের

Last Updated:

Midnapore News: নদীর চরে মাছের ভেড়ি গড়ে ওঠায় মানুষ অভিযোগ তুলেছে একশ্রেণির অসাধু ব্যক্তিদের দিকে। মানুষের অভিযোগ একশ্রেণীর অসাধু ব্যক্তিরা টাকার বিনিময়ে নদীর চরে মাছের ভেড়ি তৈরীর করতে দিচ্ছে ভেড়ি মালিকদের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অন্তর্গত খারুই, জামিট্যা, গুজার খারুই ইত্যাদি রূপনারায়ণ নদ তীরবর্তী এলাকায় গজিয়ে উঠছে মাছের ভেড়ি। নদীর চরে কৃত্রিম ভাবে বাঁধ দিয়ে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। কৃত্রিমভাবে নদী বাঁধ দিয়ে মাছের ভেড়ি গড়ে ওঠায় নদী ভাঙনের আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।নদী হারিয়ে ফেলতে পারে তার স্বাভাবিক গতিপথ এবং এর ফলে ক্ষতি হতে পারে বাস্তুতন্ত্রের। নদীর চরেমাছের ভেড়ি গড়ে ওঠায় মানুষ অভিযোগ তুলেছে একশ্রেণীর অসাধু ব্যক্তিদের দিকে। মানুষের অভিযোগ একশ্রেণীর অসাধু ব্যক্তিরা টাকার বিনিময়ে নদীর চরে মাছের ভেড়ি তৈরীর করতে দিচ্ছে ভেড়ি মালিকদের। এ বিষয়ে শহীদ মাতঙ্গিনী ব্লক প্রশাসনকে জানানো হলে শহীদ মাতঙ্গিনী ব্লক এর বিডিও জানান, 'সাধারণ মানুষের অভিযোগ এলে খতিয়ে দেখার আশ্বাস দেন।'
advertisement
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Midnapore News: চুরি যাচ্ছে নদীর চর! ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল