TRENDING:

লুডো খেলতে গিয়ে প্রেম, প্রেমিকাকে পেতে স্ত্রীকে ডিভোর্স! সব হারিয়ে শ্রীঘরে মহিষাদলের যুবক

Last Updated:

প্রেমিকা বিয়ে না করায় ঘনিষ্ঠ মুহূ্র্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন যুবক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশরথি, মহিষাদল: অনলাইনে লুডো খেলতে গিয়ে আলাপ৷ সেই থেকে ঘনিষ্ঠতা, যা গড়িয়েছিল শারীরিক সম্পর্কেও৷ শেষ পর্যন্ত প্রেমিকা বিয়ে না করায় ঘনিষ্ঠ মুহূ্র্তের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন যুবক৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মালুবসান গ্রামে৷ ধৃত যুবকের নাম স্বরূপ ঘান্টি৷ নিজের কাজের ফাঁকে অনলাইনে লুডো খেলেতে গিয়ে একশো কিলোমিটার দূরে পটাশপুরের অমর্ষি এলাকায় এক যুবতীর সঙ্গে আলাপ হয় তাঁর। বিবাহিত হলেও ওই যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে স্বরূপ৷ সেই থেকে দু’জনের মধ্যে মেলামেশা ও ঘনিষ্ঠতা বাড়ে। পটাশপুরের ওই যুবতী আগে বিবাহিত হলেও পরে বিবাহ বিচ্ছেদ হয়। গত তিন বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

advertisement

আরও পড়ুন: শারীরিক সম্পর্কে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করায় আপত্তি, কেন্দ্রকে জানাল আইন কমিশন

ওই যুবককে বিয়ে করার ও প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি। সেই থেকে বিবাহিত ওই যুবকের নিজের সংসারে অশান্তি তৈরি হয়। পটাশপুরের যুবতীকে বিয়ে করার পরিকল্পনায় এ দিকে নিজের স্ত্রীর সঙ্গে আইনিভাবে সম্পর্ক ছিন্ন করে মহিষাদলের যুবক স্বরূপ। যদিও এর পর ওই যুবক বিয়ে করতে চাইলে সম্পর্কের কথা অস্বীকার করেন প্রেমিকা। গোপনে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এই খবর শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত যুবক। প্রতিশোধ নিতে যুবতীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় ওই যুবক।

advertisement

এ দিকে যুবতীর নতুন সংসারে এই ঘটনা জানাজানি হতে ঝামেলা বাঁধে। ঘটনায় যুবতীর মা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করে। তদন্ত নেমে বৃহস্পতিবার রাতে মহিষাদলের বাড়ি থেকে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনায় পুলিশের কাছে সমাজ মাধ্যমে ছবি ছড়ানোর কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। আজ ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এগরা মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ বৈদুজ্জামান বলেন ‘ যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
লুডো খেলতে গিয়ে প্রেম, প্রেমিকাকে পেতে স্ত্রীকে ডিভোর্স! সব হারিয়ে শ্রীঘরে মহিষাদলের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল