#তমলুক: ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারি উদ্যোগে যথাযথ মর্যাদায় উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন নাচ, গান, আবৃত্তি ও ২১ ফেব্রুয়ারি দিবসের স্মরণ বক্তৃতার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ সরকারি তথ্য প্রযুক্তি দফতরের উদ্যোগে জেলায় জেলায় উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন ছাত্র। মাতৃভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর, ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ২১ ফেব্রুয়ারি দিনটি বাঙালির কাছে আবেগের দিন। মাতৃভাষা বাংলার জন্য আন্তর্জাতিক ভাষা দিবস দিনটি উদযাপিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ শৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক মহুয়া মল্লিক, তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর পরেশ আচার্য উপস্থিত ছিলেন। ভাষা দিবসের উপর স্মরণ বক্তৃতা দেন অধ্যাপক ডক্টর পরেশ আচার্য। এছাড়াও গান আবৃত্তি নানা অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।