হলদিয়া: ভারত জুড়ে মহার্ঘ হয়েছে জ্বালানি তেল ও রান্নার গ্যাস। এবার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের বার্তা দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। হলদিয়া সাইকেল রেলির মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড। বর্তমান সময়ে সাধারণ মানুষের কাছে দুর্বিষহ উঠেছ জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আঁচ এসে পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় পকেটএ টান পড়েছে ভারতবর্ষের সাধারণ মানুষের। লাগামছাড়া জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর হলদিয়া শিল্পাঞ্চল শহরে প্রতিটি রাষ্ট্রায়াত্ত তেল সংস্থার রিফাইনারি ফ্যাক্টরি রয়েছে। হলদিয়া মহাকুমা ও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বছরভর একাধিক কর্মসূচি পালন করে এইসব রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। পশ্চিম এশিয়ার তেল উৎপাদক দেশ ও ইউরোপের তেল উৎপাদক দেশ থেকে ভারতবর্ষে ব্যবহৃত বেশিরভাগ খনিজ তেল ভারতবর্ষে আসে। বর্তমানে ভারতবর্ষে জুড়ে ৮৫ শতাংশ জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করে। যা ভারতের অর্থনীতির উপর প্রভাব ফেলেছে। বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি ও ক্রমহ্রাসমান খনিজ তেলের ভান্ডার জ্বালানি তেলের জন্য নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি উন্নত দেশ ও উন্নয়নশীল দেশ বিকল্প জ্বালানির জোর দিয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে বর্তমান সময় থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের উপায় খুঁজে বের করতে হবে। তা না হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সমস্যা দেখা দেবে। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের বার্তা দিয়ে সাইকেল রেলি আয়োজিত হল হলদিয়ায়। রাষ্ট্রায়াত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন লিমিটেড এই রালি আয়োজন করে।