#তমলুক: রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা এবং সাধারণ মানুষের যে সমস্ত অসুবিধা রয়েছে, সে সমস্ত সমাধান করতেই তমলুকের ১৯ নম্বর ওয়ার্ডে একটি স্কুলের হল ঘরে উপস্থিত হন চেয়ারম্যান। মূলত স্থানীয় বাসিন্দাদের যে সমস্ত সমস্যা এবং অভাব অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয়গুলির জন্য যাতে পৌরসভায় দীর্ঘসময় লাইন না দিতে হয়, সেই কারণে এবার স্থানীয় বাসিন্দাদের কাছে উপস্থিত হন চেয়ারম্যান। কারো বা নতুন বাড়ি, কারো বা বাথরুম এবং কারও বা জলের সমস্যা, কারো বা জল নিকাশির সমস্যা নিয়ে আসেন এদিনের দুয়ারে চেয়ারম্যানের কাছে।