আরও পড়ুন: মালা গেঁথে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের
আজ চতুর্থী। শুক্রবার ষষ্ঠী, মানে দুর্গাপুজো শুরু। তারই মাঝে বিষাদের সুর পাঁশকুড়ার ডাবুয়া পুকুর গ্রামে। এই গ্রামে একমাত্র মহিলা পরিচালিত পুজো হয়। কিন্তু বৃষ্টির জল জমে থাকায় চিন্তায় পড়ে গিয়েছেন পুজো উদ্যোক্তারা। জলের তলায় গ্রামের রাস্তাঘাট। এই কারণেই এখনও বাকি আছে প্রতিমা তৈরির কাজ ও মণ্ডপ তৈরির কাজ।
advertisement
ডাবুয়া পুকুর গ্রামের বাসিন্দাদের জল পেরিয়ে যেতে হচ্ছে স্কুল-কলেজ, হাসপাতালে। মণ্ডপে প্রতিমা থাকলেও গ্রামে নেই উৎসবের আনন্দ উদ্দীপনা। এখানে সাত থেকে আটটি গ্রাম নিয়ে মহিলাদের পরিচালিত দুর্গাপুজো হয়। এ বছরও আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়েছিল। মণ্ডপ তৈরির কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। প্রতিমাও এসে গেলেও পুজো নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে উদ্যোক্তাদের। মূলত নিকাশির অব্যবস্থার কারণেই এই পরিস্থিতি।
সৈকত শী