TRENDING:

Suvendu Adhikari: লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: পূর্ব কাঁথি লোকসভার মুগবেড়িয়া এলাকায় ১১২ নম্বর বুথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছেন স্থানীয় বিজেপি প্রার্থীরা। শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে চাইছেন তাঁরা। লোকসভা নির্বাচনের এখনও খাতায় কলমে প্রায় এক বছর দেরি। ফলে প্রার্থী ঘোষণার প্রশ্নও ওঠে না৷ তবু উৎসাহী বিজেপি কর্মীরা শুভেন্দু অধিকারীকে লোকসভায় দলের প্রার্থী হিসেবে দেখতে চাইছেন।
শুভেন্দুর সমর্থনে দেওয়াল লিখন৷
শুভেন্দুর সমর্থনে দেওয়াল লিখন৷
advertisement

কাঁথি লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী৷ তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন তমলুকের সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী৷ পরে তিনি সাংসদ পদ ছাড়ায় তমলুকের সাংসদ হন দিব্যেন্দু অধিকারী৷ বর্তমানে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক কার্যত ছিন্ন৷ বিজেপি যোগ নিয়ে যতই জল্পনা থাকুক না কেন, বয়সজনিত কারণেই শিশির অধিকারীর এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ ফলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি-র প্রার্থী কে হবেন, তা নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়েছে৷

advertisement

আরও পড়ুন: বেঙ্গালুরুতে পৌঁছলেও আজ সম্ভবত সনিয়া গান্ধির নৈশভোজে থাকবেন না মমতা, কেন?

শুভেন্দু অধিকারীর নিজের জেলা হলেও সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-কে টেক্কা দিয়েছে তৃণমূল৷ এই অবস্থায় ২০২৪-এর লোকসভা নির্বাচনে জেলার দুই লোকসভা কেন্দ্রে দলের জয় নিয়ে সংশয় বাড়ছে বিজেপি-র নেতা কর্মীদের মধ্যে৷ কাঁথি, তমলুক লোকসভা কেন্দ্র গত কয়েক বছরে অধিকারী পরিবারের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে৷ ফলে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করলে বিজেপি-র জয়ের সম্ভাবনা বাড়বে, এমন ধারণা থেকেই দলের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর সমর্থনে দেওয়াল লিখেছেন বলে মনে করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও শুভেন্দু অধিকারী অথবা জেলা বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে রাজনৈতিক মহলের মতে, বর্তমানে রাজ্যে তৃণমূলকে পরাজিত করাকেই পাখির চোখ করেছেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা হিসেবে তাঁর উপর যথেষ্ট আস্থা রয়েছে দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বেরও৷ এই অবস্থায় শুভেন্দু লোকসভায় প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটা, তা নিয়ে যথেষ্ট সংশয় থাকছেই৷

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: লোকসভায় প্রার্থী শুভেন্দু! পঞ্চায়েত মিটতেই দেওয়াল লিখন কাঁথিতে, তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল