উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ এপ্রিল ঝাড়গ্রাম থানা এলাকার ব্যবসায়ী পবনকুমার আগরওয়ালের একমাত্র পুত্র সৌরভ আগরওয়াল ওরফে রকিকে অপহরণ করে ৩ কোটি টাকা মুক্তিপণ চেয়েছিল আসামিরা। দাবি মতো ৩ কোটি টাকা মুক্তিপণ না পেয়ে রকিকে নৃশংশভাবে খুন করে আসামীরা। ওড়িশার রম্ভা থানা এলাকায় দেহ পায় পুলিশ। অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয় ঝাড়্গ্রাম জেলা আদালতে। ওই খুনের ঘটনা নিয়ে মামলা সুপ্রীম কোর্টের নির্দেশে ঝাড়গ্রাম আদালত থেকে ২০১৬ সালে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে স্থানান্তর হয়। ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিচারক, আসামী অশোক, সুমিত ও টোটনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করার কথা ঘোষণা করেন। বাকি এক আসামী দীনেশ শর্মাকে জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করেন এদিন।এই মামলায় অভিযুক্ত হিসেবে থাকা অশোক শর্মার স্ত্রী পুনম শর্মাকে, ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস ঘোষণা করা হয়।
advertisement
Saikat Shee